নিজস্ব প্রতিনিধি— জব্বলপুরে মোদির মেগা রোড শো-এ বাঁধল বিপত্তি৷ রোড শো শেষ হতেই মোদি ভক্তদের ধাক্কাধাক্কিতে ভেঙে পড়ল তিনটি স্বাগত মঞ্চ৷ পদপৃষ্ঠ হয়ে আহত ৫৷ আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে৷
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন ভিড় নিয়ন্ত্রণ করার জন্য রাস্তার দু’ধারে তৈরি করা হয়েছিল তিনটি মঞ্চ৷ মোদির কনভয় সেখান থেকে বেরোনোর পরই,
সেই কনভয়ের পিছনে ছুটতে থাকেন মোদি ভক্তরা৷ তারপরই উপস্থিত ভিডে় নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়৷ উপস্থিত ভক্তদের প্রবল ধাক্কায়, ভেঙে পডে় ওই তিনটি স্বাগত মঞ্চ৷
জানা গিয়েছে, দৌড়দৌডি়তে পদপিষ্ট হয়ে আহত হন পাঁচজন৷ ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আরও জানা গিয়েছে, বেরোনোর জায়গা সংকীর্ণ থাকায়, পদপৃষ্টের ওই ঘটনাটি ঘটে৷
এদিন প্রধানমন্ত্রী মোদি লোকসভা নির্বাচনের জন্য মধ্যপ্রদেশ সফরে গিয়েছিলেন৷ জব্বলপুরে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন৷ রোড শো দেখতে বিপুল মানুষ ভিড় জমান৷
অন্য দিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সোশ্যাল মিডিযায় প্রধানমন্ত্রী মোদির রাজ্য সফর সংক্রান্ত তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন যে, ‘ প্রধানমন্ত্রী মোদির রাজ্য সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’ আবার প্রধানমন্ত্রী মোদিও তাঁর মধ্যপ্রদেশ সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়েছেন৷
প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘আজ জব্বলপুরের রোড শো খুবই চমৎকার ছিল! এখানে আমার পরিবারের সদস্যদের উদ্দীপনা এবং আবেগ বলে দিচ্ছে যে, আমরা তৃতীয় কার্যকালের আশীর্বাদ পেতে যাচ্ছি৷ উন্নত পরিকাঠামো ও রাস্তাঘাটের পাশাপাশি আমরা এখানে প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন কাজ করেছি৷ এটি জব্বলপুরের উন্নয়নে নতুন ডানা মেলেছে৷’