• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ক্যান্সার আক্রান্ত বাম মন্ত্রীকে ভর্তি করালেন এসএসকেএম

ফের মানবিক মমতা নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী তথা প্রবীণ আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ তবে ক্রমেই পরিবারের পক্ষে খরচ চালানো কার্যত দুষ্কর হয়ে পড়ছিল৷ পরিবারের লোকেরা চাইছিলেন, কোনও সরকারি হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর চিকিৎসা করাতে৷ তবে কোনও মতে সরকারি হাসপাতালে ভর্তি করানো যাচ্ছিল না

ফের মানবিক মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী তথা প্রবীণ আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ তবে ক্রমেই পরিবারের পক্ষে খরচ চালানো কার্যত দুষ্কর হয়ে পড়ছিল৷ পরিবারের লোকেরা চাইছিলেন, কোনও সরকারি হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর চিকিৎসা করাতে৷ তবে কোনও মতে সরকারি হাসপাতালে ভর্তি করানো যাচ্ছিল না তাঁকে৷ সেই খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানোর পরেই তৎপর হন তিনি৷

সূত্রের খবর, সোমবার গভীর রাতে প্রবীণ বিধায়কের পরিবারের সেই আর্তিই পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের কানে৷ খবর পেয়ে মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী ফোন করেন এসএসকেএম হাসপাতালের সুপারকে৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তির আর্জিও জানান তিনি৷

সূত্রের খবর, তারপরেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যোগাযোগ করা হয় বিশ্বনাথ চৌধুরীর পরিবারের সঙ্গে৷ জানানো হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের কথাও৷ অবশেষে রাজ্যের প্রাক্তন কারা এবং সমাজকল্যাণ মন্ত্রীকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে৷ উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে ২০১১, দীর্ঘ ২৫ বছর রাজ্যের মন্ত্রী থেকেছেন বিশ্বনাথ চৌধুরী। এই দুঃসময়ে মন্ত্রীর পাশে দাঁড়ানোয় খুশি সকলেই।

তবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর মানবিক মুখ এই প্রথম নয়৷ দুই দলের ‘মতাদর্শ’ ভিন্ন হলেও বরাবরই রাজ্যের প্রাক্তন শাসকদলের পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন-বর্তমানের সৌজন্য দেখে অবাক হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও৷ প্রসঙ্গত, দীর্ঘ চৌত্রিশ বছরের রাজনৈতিক পালাবদল ঘটলেও ভাটা পড়েনি রাজনৈতিক সৌজন্যে৷ সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার খোঁজ নিতে দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরের৷ শারীরিক খোঁজ নিতে তিনি পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেও৷ অন্যদিকে রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে জানিয়েছেন শ্রদ্ধাও৷