• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বিহার-ওড়িশার মন্দির পর্যটনে বিশেষ ঘোষণা, কাশী-বিশ্বনাথের ধাঁচে করিডোর মহাবোধি-বিষ্ণুপদেও

দিল্লি, ২৩ জুলাই: বছর শুরুতে রামমন্দির নিয়ে যে আবেগ তৈরি হয়েছিল লোকসভা ভোটে তার বিশেষ কোন সুবিধা পায়নি মোদি সরকার৷ তবে তাতে দমতে রাজি নয় তৃতীয় মোদি সরকার৷ তাই ফের মন্দিরকে কেন্দ্র করেই তীর্থক্ষেত্রের পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী কেন্দ্র৷ মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা থেকেই তা স্পষ্ট৷ শরিকদলের রাজ্য বিহারের

দিল্লি, ২৩ জুলাই: বছর শুরুতে রামমন্দির নিয়ে যে আবেগ তৈরি হয়েছিল লোকসভা ভোটে তার বিশেষ কোন সুবিধা পায়নি মোদি সরকার৷ তবে তাতে দমতে রাজি নয় তৃতীয় মোদি সরকার৷ তাই ফের মন্দিরকে কেন্দ্র করেই তীর্থক্ষেত্রের পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী কেন্দ্র৷ মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা থেকেই তা স্পষ্ট৷ শরিকদলের রাজ্য বিহারের জন্য ঢালাও আর্থিক প্রতিশ্রুতির পাশাপাশি পর্যটনের উন্নয়নের সেই বিহারকেই বেছে নেওয়া হল৷ নির্মলার ঘোষণা, বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির, রাজগিরের মতো হিন্দু, জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র একসূত্রে বাঁধতে কাশী-বিশ্বনাথের মতো করিডর তৈরি করবে কেন্দ্র৷

তবে মন্দির পর্যটন উন্নয়নে একদিকে, বিহার অন্যদিকে, ওড়িশাকেই কেন বেছে নেওয়া হল তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে বিরোধী থেকে শুরু করে নানান মহলে৷ বিরোধী শিবির একে নীতীশ সরকারকে তুষ্ট করার রাজনীতি বলছে৷ বিশেষ মর্যাদা না পেয়ে ক্ষিপ্ত শরিক নীতীশকে খুশি করতেই এই বিশেষ ঘোষণা মোদি সরকারের৷ আবার বিধানসভা ভোটে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে দুহাত ভরিয়ে দিয়েছেন ওডি়শাবাসী৷ নবীন পট্টনায়েকের বিজেডি সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে বিজেপি৷ ফলে পর্যটন মানচিত্রে ওডি়শাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে৷ নির্মলা সীতারমণ জানিয়েছেন, এই রাজ্যও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর৷ মন্দির,সৈকত, অভয়ারণ্যে ভরা এ রাজ্য়ের পর্যটনকে আরও অক্সিজেন জোগাতে চায় কেন্দ্র৷

আবার পর্যটনে উন্নয়নে বিহারের এই স্থানগুলি বেছে নেওয়া প্রসঙ্গে মোদি সরকারের সাফাই, রাজগির, নালন্দা কিংবা মহাবোধি বা বিষ্ণুপদ মন্দিরের মাহাত্ম্যকথা নতুন করে উল্লেখ অপ্রয়োজনীয়৷ একদিকে ধর্মীয় আরেকদিকে ঐতিহাসিক গুরুত্বের কথা ধরলে এই সবকটি ক্ষেত্রই জ্ঞানের আকর৷ সম্প্রতি বিহারের হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির একটি বিভাগের সঙ্গে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথ সমীক্ষায় দাবি করেছেন, মহাবোধি মন্দিরের গর্ভে লুকিয়ে বহু প্রত্নতাত্ত্বিক সম্পদ৷ কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের দাবি, চিনা পরিব্রাজক হিউ-এন-সাংয়ের পদচিহ্ন সম্বলিত প্রত্নতাত্ত্বিক তথ্য মিলতে পারে এখান থেকে৷ খননকাজ করলে হয়তো তার পুরো চিত্র পাওয়া যাবে৷ আর এই দাবির পর আরও বেশি করে এই এলাকার পর্যটনে নজর দিল কেন্দ্র৷

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ভারতের পর্যটনস্থলকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানালেন৷ আর এই সংক্রান্ত অধিকাংশ প্রকল্পের প্রাপ্তির ঝুলি বিহারে৷ অর্থমন্ত্রী জানালেন, ঢেলে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে৷ গয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির, রাজগিরকে এক সুতোয় বাঁধতে তৈরি হবে বিশেষ করিডর, যেভাবে কাশী-বিশ্বনাথ করিডরের মাধ্যমে উত্তরপ্রদেশের তীর্থক্ষেত্রকে সংযোগ করা হয়েছে৷ ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই করিডর তৈরির ঘোষণা করেছিলেন৷ বছর দুয়েকের মধ্যেই সেই কাজ শেষ হয়৷ ২০২১-এর ডিসেম্বর তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷