মুম্বই, ৪ ফেব্রুয়ারি: মঞ্চের সীতার মুখে জ্বলন্ত সিগারেট! অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন সমাজের রক্ষণশীলরা। বিষয়টি নিয়ে তেড়েফুঁড়ে উঠলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র নেতারা। ঘটনাটি ঘটেছে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে। মহারাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রামলীলা মঞ্চস্থ করার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ললিত কলা বিভাগের ছাত্রদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবিভিপির ছাত্র নেতারা। পরে তাঁরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ললিত কলা কেন্দ্রের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ প্রবীণ ভোলে সহ পাঁচ পড়ুয়া। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
সূত্রের খবর, রামলীলাকে বর্তমানের আঙ্গিকে পেশ করতে গিয়েই বাড়াবাড়ি করে ফেলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। আনা হয়েছে বেশ কিছু আপত্তিকর দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্র সীতার চরিত্রে অভিনয় করছেন। তিনি মঞ্চে একটি চেয়ারে বসে সিগারেট ধরাচ্ছেন। তাঁকে আগুন জ্বালাতে সহযোগিতা করছেন রামলীলার অন্য কোনও একটি পুরুষ চরিত্র। শুধু তাই নয়, মঞ্চস্থ এই সীতা অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। সেই দৃশ্য ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় নেট দুনিয়ায়।