• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সহ সিকিম

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ এবং সিকিম। ধস নেমেছে বহু জায়গায়। সেই কারণে বড় বিপদ এড়ানোর চিন্তা থেকে রাজ্য থেকে সিকিম যাওয়ার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হল। গত ক’দিন ধরেই সিকিম এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। পাহাড়েও নেমেছে ধস। বহু বাড়িঘর ভেঙে

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ এবং সিকিম। ধস নেমেছে বহু জায়গায়। সেই কারণে বড় বিপদ এড়ানোর চিন্তা থেকে রাজ্য থেকে সিকিম যাওয়ার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হল।

গত ক’দিন ধরেই সিকিম এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। পাহাড়েও নেমেছে ধস। বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। সোমবারই একটি গ্রামে পর পর আটটি বাড়ি ধসে যায়। আর তাতে প্রাণ যায় তিন জনের। নিখোঁজ হয়ে আছে বহু মানুষ। সিকিম জুড়ে এখনও উদ্ধারকাজ চলছে। অনেকেরই আটকে থাকার আশঙ্কা রয়েছে ভাঙা বাড়ির নীচে।