• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

জমি দখল করে ২৬১ কোটির সম্পত্তি করেছেন শেখ শাহজাহান

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন আবহে সোমবার সিটি সেশন কোর্টের ইডি এজলাসে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি সন্দেশখালি মামলায় ৫৬ দিনের মাথায় চার্জশিট দাখিল করলো৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ‘জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি নিজের নামে করেছিলেন শাহজাহান’৷ সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল ইডি৷ জমি দখল সংক্রান্ত মামলায় এই চার্জশিট

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন আবহে সোমবার সিটি সেশন কোর্টের ইডি এজলাসে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি সন্দেশখালি মামলায় ৫৬ দিনের মাথায় চার্জশিট দাখিল করলো৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ‘জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি নিজের নামে করেছিলেন শাহজাহান’৷ সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল ইডি৷ জমি দখল সংক্রান্ত মামলায় এই চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শাহজাহানের গ্রেফতারির ৫৬ দিনের মাথায় সোমবার কলকাতায় বিশেষ ইডি আদালতে জমা পড়ল চার্জশিট৷ ১১৩ পাতার ওই চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম রয়েছে শাহজাহানের ভাই আলমগির এবং তাঁর দুই ‘সঙ্গী’ দিদার বক্স ও শিবু হাজরার৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির অফিসারদের কাছে৷ প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই ঘটনা প্রবাহে সংবাদ শিরোনামে সন্দেশখালি৷ মুখ খুলেছেন সন্দেশখালির মানুষরা৷ জানিয়েছেন তাঁদের অভিযোগের কথা৷ উঠে এসেছে জমি দখল সংক্রান্ত বিস্তর অভিযোগ৷ জমি দখল সংক্রান্ত ওই অভিযোগগুলির তদন্ত শুরু করেছিল ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে প্রকাশ, অফিসাররা এখনও পর্যন্ত জানতে পেরেছেন প্রায় ১৮০ বিঘা জমি শাহজাহান দখল করেছিলেন এবং সেখান থেকে ২৬১ কোটিরও বেশি টাকা নিজের পকেটে পুডে়ছিল বলে সন্দেহ ইডির৷ এর মধ্যে ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে ইডি৷ এই যাবতীয় বিষয়টি ইডির জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করা রয়েছে বলে সূত্রের জানা গেছে৷ ওয়াকিবহাল মহল মনে করছে, -‘ এই চার্জশিটে এমন কিছু তথ্য রয়েছে, যা পরবর্তীতে শেখ শাহাজাহানের জামিন পাওয়ার রাস্তা আরও কঠিন করে তুলতে পারে’৷ সোমবার আদালতে ইডির আইনজীবী জানান, -‘ তদন্তের ৫৬ দিনের মাথায় চার্জশিট জমা পড়ল৷ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ রয়েছে৷ এখনও পর্যন্ত প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে’৷ চার্জশিটে আরও দাবি করা হয়েছে, ‘প্রায় ১৮০ বিঘা জমি দখল করেছেন শাহজাহান৷ তবে তার পরিমাণ বাড়তে পারে’৷ ১১৩ পাতার চার্জশিটে যুক্ত হয়েছে শাহজাহানের ভাই আলমগিরের নামও৷ এছাড়াও দিদার বক্সার মোল্লা, শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে অভিযুক্তের তালিকায়৷ সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে সিবিআই যে অস্ত্র উদ্ধার করেছিল সেটারও উল্লেখ রয়েছে৷