• facebook
  • twitter
Friday, 20 September, 2024

বিজেপি-কে ‘ভারতীয় জালি পার্টি’ বলে কটাক্ষ শশী পাঁজার

নিজস্ব প্রতিনিধি— নির্বাচনী প্রচারে ভুয়ো তথ্য ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে বিজেপি, পঞ্চম দফার নির্বাচনের আগেই চাঞ্চল্যকর দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের৷ তৃণমূলের অভিযোগ, বিদেশের মাটিতে হওয়া উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডকে নিজেদের বলে দাবি করছে বিজেপি! এমনকী, মানুষকে বিভ্রান্ত করতে সেসবের ভুয়ো ছবিও ব্যবহার করছে তারা৷ তবে কেন এমন দাবি তৃণমূলের? গত ১২ মে বঙ্গ

নিজস্ব প্রতিনিধি— নির্বাচনী প্রচারে ভুয়ো তথ্য ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে বিজেপি, পঞ্চম দফার নির্বাচনের আগেই চাঞ্চল্যকর দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের৷ তৃণমূলের অভিযোগ, বিদেশের মাটিতে হওয়া উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডকে নিজেদের বলে দাবি করছে বিজেপি! এমনকী, মানুষকে বিভ্রান্ত করতে সেসবের ভুয়ো ছবিও ব্যবহার করছে তারা৷ তবে কেন এমন দাবি তৃণমূলের? গত ১২ মে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়৷ তাতে দাবি করা হয়, গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন৷ তাতে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি৷ ছবিতে লেখা হয়েছে, ‘‘কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা?’’ ২০১৪ সালে মেট্রো পরিষেবা ছিল ৫টি শহরে, ২০২৪ সালে মেট্রো পরিষেবা বেড়ে হয়েছে ২০টি শহরে, এই তুলনাও করা হয়েছে নির্দিষ্ট ছবিটিতে৷ একই সঙ্গে ওই ছবি বা বিজ্ঞাপনের ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘কংগ্রেস বলবে, বিজেপি করবে!’’

এই বিজ্ঞাপন পোস্ট হতেই বিজেপির সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দলগুলি৷ তৃণমূলের অভিযোগ, নরেন্দ্র মোদির প্রচারে মেট্রো সংক্রান্ত উন্নত পরিষেবার ক্ষেত্রে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ভারতীয় মেট্রোর নয়৷ বিজ্ঞাপনকে হাতিয়ার করে মানুষকে রীতিমতো ভুল বোঝাতে চাইছে বিজেপি৷ শনিবার এই ইসু্যতে বিজেপির কঠোর সমালোচনা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেতৃত্বরা বলছেন, যেহেতু গত ১০ বছরে বিজেপি কোনও উন্নয়ন করেনি, তার জন্যই তাদের এই প্রতারণার আশ্রয় নিতে হচ্ছে৷ তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন৷ ওঁনার প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে৷ উঁনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন৷ আর এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন৷ যদিও, এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর৷ যার অর্থ, এই দাবিটিও ভুয়ো! প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে৷’’ ভারতীয় জনতা পার্টিকে ‘জালি পার্টি’ বলে কটাক্ষ করে শশী বলেন, ‘‘বক্তব্য মিথ্যে, গ্যারান্টি মিথ্যে, প্রতিশ্রুতি মিথ্যে৷ এই দলটার তাহলে আছে কী?’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানির ভুঁয়ো প্রতিশ্রুতির প্রবল সমালোচনা করে এবং কটাক্ষের সুরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সকেত গোখলে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘বিশ্বগুরু মোদি কর্তৃক সিঙ্গাপুর এখন অখণ্ড ভারতের অংশ! যখন ১০ বছরে কোনো কাজই থাকে না দেখানোর মতো তখন এই সব মিথ্যে প্রচারের আশ্রয় নিতে হয়৷’’

এবার একটু অতীত ঘেঁটে দেখা যাক৷ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যোগী আদিত্যনাথের সরকার কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে সংবাদপত্রের পৃষ্ঠাজুডে় বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেই ছবিকে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক হিসাবে তুলে ধরেছিলের৷ সেই বছরেরই নভেম্বর মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক পশ্চিমবঙ্গের দুর্গাপুর বিমানবন্দরের ছবি শেয়ার করে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে চালানোর চেষ্টা করেছিল৷ এমনকী, ত্রিপুরার বিজেপি সরকারও কলকাতার ছবি ব্যবহার করে পথনিরাপত্তা সংক্রান্ত অনুষ্ঠানের পোস্টার তৈরি করেছিল৷ এই প্রত্যেকটি ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল৷ এছাড়াও অতীতে তৃণমূল কংগ্রেস সরকারের প্রশাসনিক মডেল চুরি করেছে বিজেপি এবং বাংলার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিজেদের অবদান বলে চালানোর অপচেষ্টা করেছে, এমনটাই অভিযোগ অভিযোগ তৃণমূলের৷ মিথ্যে প্রচার করে, নির্বাচনী বক্তৃতায় ধর্ম টেনে এনে বারংবার আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বিজেপি, ইতিমধ্যেই সেই অভিযোগ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে তৃণমূল৷ এবার এই নয়া ইসু্যতে তোলপাড় বঙ্গীয় রাজ্য রাজনীতি৷ এ ব্যাপারে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি৷