• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

টানা সাতবার,নির্মলা ভাঙলেন মোরারজি দেশাইয়ের রেকর্ড

দিল্লি, ২৩ জুলাই: একে-একে টানা সাতবার৷ আর এতেই তিনি গড়লেন ইতিহাস৷ তিনি নির্মলা সীতারমনই দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি পরপর সাতবার বাজেট পেশ করে নতুন রেকর্ড নিজের নামে করলেন৷ গতবারই তিনি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়েছিলেন৷ এবার সেই রেকর্ড ভেঙে আরকে নতুন রেকর্ড গডে় ফেললেন নির্মলা৷ নরেন্দ্র দামোদর দাস মোদির মন্ত্রিসভার তৃতীয় মেয়াদেও অর্থমন্ত্রী হিসেবে

দিল্লি, ২৩ জুলাই: একে-একে টানা সাতবার৷ আর এতেই তিনি গড়লেন ইতিহাস৷ তিনি নির্মলা সীতারমনই দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি পরপর সাতবার বাজেট পেশ করে নতুন রেকর্ড নিজের নামে করলেন৷ গতবারই তিনি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়েছিলেন৷ এবার সেই রেকর্ড ভেঙে আরকে নতুন রেকর্ড গডে় ফেললেন নির্মলা৷

নরেন্দ্র দামোদর দাস মোদির মন্ত্রিসভার তৃতীয় মেয়াদেও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নির্মলা সীতারামন৷

এর আগে ২০২০ সালে টানা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা৷ দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডও তখন থেকে তাঁর ঝুলিতে৷ এবারের বাজেটও নতুন রেকর্ড তাঁর ঝুলিতে৷

উল্লেখ্য, এর আগে টানা ৬ বার সাধারণ বাজেট পেশ করার রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের৷ তবে একাধিক দফায় মোরারজি দেশাই মোট ১০ বার সাধারণ বাজেট পেশ করেছিলেন৷ তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রীও৷ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ন’বার দেশের বাজেট পেশ করেছেন, তবে একটানা নয়৷

তবে একদিকে যেমন পরপর বাজেট পেশ করে নির্মলা সেরা আবার দেশেই এমন অর্থমন্ত্রীরা রয়েছেন যারা একবারও বাজেট পেশ করার সুযোগ পাননি৷ সংসদ সূত্রের খবর, কেসি নিয়োগী, হেমবতী নন্দন বহুগুণা এবং এনডি তিওয়ারি এমন তিনজন অর্থমন্ত্রী যাদের সুযোগই হয়ে ওঠেনি বাজেট পেশ করার৷

স্বাধীন ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী কেসি নিয়োগী মাত্র ৩৫ দিন অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন৷ একইভাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চারবারের সাংসদ হেমবতী নন্দন বহুগুণা মাত্র ৯০ দিনের জন্য অর্থমন্ত্রী ছিলেন৷ প্রথম দু’জনের চেয়ে বেশি সময় অর্থমন্ত্রীর পদে থাকলেও বাজেট বক্তৃতা পড়ার সুযোগ পাননি নারায়ণ দত্ত তিওয়ারিও৷