• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হলফনামাকে হাতিয়ার করে অর্জুনের মনোনয়ন বাতিলের দাবিতে সরব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি— আগামী ২০শে মে পঞ্চম দফায় নির্বাচন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে৷ অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ তার আগেই তৃণমূল কংগ্রেসের নিশানায় এলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ নির্বাচনের তিন দিন আগে অর্থাৎ শুক্রবার অর্জুনের মনোনয়ন বাতিলের দাবি তুললো রাজ্যের শাসকদল তৃণমূল৷ অভিযোগ, অর্জুন মনোনয়ন দাখিলের সময় যে হলফনামা জমা করেছেন তাতে তাঁর

নিজস্ব প্রতিনিধি— আগামী ২০শে মে পঞ্চম দফায় নির্বাচন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে৷ অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ তার আগেই তৃণমূল কংগ্রেসের নিশানায় এলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ নির্বাচনের তিন দিন আগে অর্থাৎ শুক্রবার অর্জুনের মনোনয়ন বাতিলের দাবি তুললো রাজ্যের শাসকদল তৃণমূল৷ অভিযোগ, অর্জুন মনোনয়ন দাখিলের সময় যে হলফনামা জমা করেছেন তাতে তাঁর অর্থাৎ প্রার্থীর কিছু অত্যাবশ্যকীয় তথ্যের সত্যতা লুকোনো হয়েছে৷ এই অভিযোগের ভিত্তিতে পাল্টা হলফনামা জমা করেছে তৃণমূল এবং অর্জুনের মনোনয়ন বাতিলের দাবিও করা হয়েছে৷ তবে কি এমন তথ্য বা বিবরণ লুকিয়েছেন অর্জুন? তৃণমূলের দাবি, অর্জুনের হলফনামার মাধ্যমেই তাঁর অবৈধ সম্পর্ক প্রকাশ্যে এসেছে৷ সেই কারণেই কেবল মনোনয়ন বাতিলের দাবিই নয়, পাশাপাশি হলফনামায় ভুল তথ্য দিয়ে নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধাচারণের অভিযোগে নির্বাচন কমিশনেও অর্জুনের বিরুদ্ধে অভিযোগ জানাবে তৃণমূল৷

হলফনামায় অর্জুন দেখিয়েছেন, উষা সিং হলেন তাঁর স্ত্রী এবং অভিরূপ কুমার সিংয়ের পরিচয় উল্লেখ করা হয়নি৷ জানা যায়, অভিরূপ কুমার সিং বাস্তবে অর্জুনের ছেলে৷ কিন্ত্ত অভিরূপের মা উষা সিং নন, আদতে তাঁর মা শ্রাবন্তী সিং৷ তাছাড়াও অর্জুন তাঁর হলফনামায় বিধায়ক পবন সিং এর নাম উল্লেখ করেননি, যাকে অর্জুনের ছেলে হিসেবেই সবাই জানেন৷ এরপরই শুরু হয়েছে জল্পনা৷ এই বিষয়টিকেই হাতিয়ার করে নির্বাচনের আগে অর্জুন বধে নেমেছে তৃণমূল৷ সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা মহিলা সভাপতি কেয়া দাস একটি সাংবাদিক বৈঠকে বলেন, “হিন্দু বিবাহ আইন অনুসারে, কোনো পুরুষ তাঁর পূর্বের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে ওপর কোনো মহিলাকে বিবাহ করতে পারেননা৷ অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে এই তথ্য প্রকাশ্যে আনেননি৷ কিন্ত্ত চব্বিশের নির্বাচনে এই তথ্য প্রকাশ্যে আসার ভয়ে তিনি নিজেই হলফনামায় উল্লেখ করেছেন৷ তাঁর এই হলফনামার মধ্য দিয়ে তিনি কেবল তাঁর স্ত্রী শ্রাবন্তী সিংকেই অবজ্ঞা করছেন না, বরং গোটা নারী সমাজকেই ছোট করেছেন৷’