বাংলার বদনাম করার জন্য চক্রান্ত বিজেপির
রথীন পালচৌধুরী ও অঙ্কিতা আচার্য: তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী সন্দেশখালি নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে আনায় গোটা রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ শনিবার রানাঘাট লোকসভার অধীন চাকদহ ও বীরনগরে তৃণমূল প্রার্থী ডা. মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভায় মমতা সন্দেশখালি ইসু্যতে বিজেপিসহ বিরোধীদের রীতিমতো তুলোধনা করলেন৷ সন্দেশখালি ঘটনা পুর্ব পরিকল্পিত৷ মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ ভিত্তিহীন, সন্দেশখালির সন্দেশ ফাঁস হয়ে গিয়েছে বিজেপির তৈরি করা নাটক৷ যাহা সিপিএম তাহাই বিজেপি৷ সিপিএমের হার্মাদরাই এখন বিজেপি৷ এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় ঝড় তুললেন৷
এদিন রাজভবনে মহিলার শ্লীলতাহানির প্রশ্নে রাজ্যপাল বিতর্কে আরও ঘৃতাহুতি দিলেন৷ প্রসঙ্গত বোস বিতর্কে আট সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল (সিট) তৈরি হয়েছে৷ তারা রাজভবনে গিয়ে অনুসন্ধান করেন৷ নির্যাতিতার সহকর্মীদের সঙ্গে কথাও বলেন৷ চাকদহ ও বীরনগরের জনসভায় মমতা বলেন, ‘কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল৷ দেখছেন তো তাঁর কী কাণ্ডকারখানা৷ মেয়েদের ডেকে শ্লীলতাহানি করছেন৷ সেখান রাত্রিবাস করছেন প্রধানমন্ত্রী৷ উনি সন্দেশখালি নিয়ে এত কথা বলেন৷ সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন৷ রাজ্যপাল নিয়ে তো কোনও সন্দেশ দিলেন না৷ সন্দেশখালির আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ সন্দেশখালি পূর্বপরিকল্পিত৷ মহিলাদের উপর অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি৷ পরিকল্পনা করে সাজানো হয়েছে৷ সন্দেশখালি বড় ষড়যন্ত্র৷ বিজেপির তৈরি করা নাটক৷ টাকার জোরেই সাজানো হয়৷ বাংলার বদনাম করার জন্যই এইসব চক্রান্ত করছে বিজেপি৷’
এদিকে রানাঘাট লোকসভার বিরাট অংশজুড়ে রয়েছে মতুয়া ভোট৷ এই তপশিলী লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে এনআরসি, ক্যা ও সিভিল কোড প্রসঙ্গে মমতার দাওয়াই৷ ‘এসব চালু হলে আমাদের অধিবাসীদের কোনও অস্তিত্ব থাকবে না৷ অসমে উনি বারো লক্ষ বাঙালি হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছেন৷ মতুয়া ভাইবোনদের বলব, আমি এনআরসি, ক্যা কোনও দিন করতে দেব না৷ নিঃশর্ত নাগরিকত্ব চাই৷ আমরা সবাই নাগরিক৷ আমাদের ভোটেই প্রধানমন্ত্রী হয়েছেন মোদি৷ আপনাদের ভোটে মোদি জিতলে আপনাদের ভোটাধিকার আছে৷ তাই নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কেন?’
নাম না করে মোদি ও অমিত শাহকে মধু আর বিধু বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রীমো৷ ‘এনআরসি, ক্যা, ইউনিফর্ম সিভিল কোড হলে থাকবে শুধু মধু আর বিধু৷ মধু আর বিধু দুই ভাই, ওদের দাও বিদায়৷ গ্যাস বেলুন ঠকিয়েছে তাদের একটি ভোটও নয়৷ এদের উপড়ে ফেলে দেবে, ভয় পাবেন না৷’ মোদির আচ্ছে দিন ভাষণকে গ্যাস বেলুন বলে উপহাস করেন মমতা৷ ‘ভোট এলে টাকা খরচ করে বিজ্ঞাপন দেয়৷ মানুষকে বিনা পয়সায় গ্যাস, রেশন দেওয়ার কথা বলে৷ সবটাই গ্যাস বেলুন৷’ ধর্ম নিয়ে বিজেপির বিজ্ঞাপন প্রসঙ্গে তীব্র আক্রমণ শানান মমতা ব্যানার্জি৷ শনিবার এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’, জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন৷ ধর্মকে ব্যবহার করে বিজ্ঞাপন ও ভোট চাওয়ার বিরুদ্ধে রানাঘাটে সরব হলেন মমতা৷ মমতা বলেন, ‘মোদি বলেছেন, আচ্ছে দিন আয়েগা৷ আর একশো দিনের কাজ বন্ধ৷ বিনা পয়সায় রেশন বন্ধ৷ ত্রিশ হাজার কোটি টাকা খরচা করে রাজ্য সরকার রেশন দিচ্ছে৷ মোদির একটাই গ্যারান্টি—এক নেতা, এক দেশ, এক নিশান৷’
বাংলাদেশের কেরু কোম্পানির বর্জ্য চূর্ণী ও মাথাভাঙা দিয়ে গঙ্গায় পড়ে৷ ভয়াবহ দূষণের কবলে চূর্ণী ও মাথাভাঙা৷ মমতার সরব বক্তব্য, ‘বাংলাদেশের এই দূষণের ব্যাপারে কেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে না৷ শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে৷’ কল্যাণী এইমস প্রসঙ্গে বলেন, ‘দিল্লি বলে সব করে দিয়েছি, আসলে কচু করেছে, মানে সব কেটে দিয়েছ৷ ১৮০ একর জমি আর তিনশো কোটি টাকা খরচা করেছে রাজ্য সরকার৷ স্বাস্থ্যসাথী কার্ড আমরা দিয়েছি৷ লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন পাবেন৷ মতুয়াদের জন্য ভালবাসা সেদিন আপনারা কোথায় ছিলেন? বড়মা অসুস্থ হলে আমি নিয়ে যেতাম বেলভিউতে৷ কেউ খোঁজ রাখত না৷ হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করেছি৷ বড়মাকে সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হয়েছে৷ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা, নমঃ শূদ্র বিকাশ পরিষদ, গাইঘাটার পিআই ঠাকুর সরকারি কলেজ সব আমরাই করেছি৷’
অন্যদিকে সন্দেশখালি প্রসঙ্গ থেকে তৃণমূল সুপ্রিমো বিজেপি প্রার্থী গতবারের সাংসদ জগন্নাথ সরকার সম্পর্কে মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছঁুড়ে দিলেন৷ ‘আপনার জগন্নাথ কী করে? একটু খোঁজ নিলেন না? কেন মুকুটমণি বিজেপির বিধায়ক থেকে পদত্যাগ করে তৃণমূ্লে এলেন—একটু জানার চেষ্টা করলেন না?’
পাশাপাশি ক্যা, এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘উদ্বাস্ত্ত পরিবারের মানুষ বাংলায় কেউ উদ্বাস্ত্ত থাকবেন না৷ রাস্তাঘাটে সাতাশটা উদ্বাস্ত্ত কলোনিকে জমির অধিকার দেওয়া হয়েছে৷ বাচ্চারা মিথ্যে কতা বললে মা থাপ্পড় মারে৷ এতবড় জুমলা মিথ্যেবাদী গ্যাস বেলুন প্রধানমন্ত্রীকে কী বলবেন? ছি! ছি! দেশের লজ্জা৷’
নদিয়ার চাকদহের সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মূখ্যমন্ত্রী বলেন, আমি অনেকদিন ধরেই বলছিলাম, এটা সাজানো পরিকল্পনা৷ এখন সেটা ফাঁস হয়েছে৷ অথচ সন্দেশখালি নিয়ে বাংলায় এসে মোদি কত মিথ্যে কথা বলে গেল! একটা বাচ্চা মিথ্যে কথা বললে মা দুটো থাপ্পড় মেরে তাঁকে ঠিক করে, কিন্ত্ত প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কী করা উচিত? এটা আপনারা বলবেন৷ বলছে, সবার বাডি়তে বিনা পয়সায় বিদু্যৎ গেছে৷ ছিঃ ছিঃ কতবড় মিথ্যেবাদী, জুমলা৷ এতো গ্যাস বেলুনের চেয়েও বড় বেলুন৷ ছিঃ ছিঃ দেশের লজ্জা!
শনিবার সকালে সন্দেশখালির বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো৷ মহিলাদের ধর্ষণের ঘটনাও মিথ্যে৷ তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে৷ এবং গোটা বিষয়টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা৷
এদিন এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, বিজেপির নোংরা মানসিকতা সামনে আসছে৷ সন্দেশখালির আসল সত্য ফাঁস হয়ে গেছে৷
গত বুধবার রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী৷ যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে৷ শনিবার নদিয়ার সভা থেকে মমতা বলেন, মাননীয় রাজ্যপালের কার্যকলাপ দেখছেন? দেখছেন তো রাজভবনে মেয়েদের সঙ্গে কী কাণ্ড করছেন৷ মেয়েদের ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন৷ তারপর প্রধানমন্ত্রী সেখানে গিয়ে রাত্রিবাস করেন৷
মোদিকে ‘ফুটোভাঁড়’ বলে কটাক্ষ করে মমতা বলেন, আপনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই রাজ্যপালের বিষয়ে তো একটাও সন্দেশ দিতে পারলেন না!
এই প্রসঙ্গেই টেনে এনেছেন নদিয়ার রানাঘাটের বিজেপি প্রার্থীর প্রসঙ্গ৷ মোদিকে উদ্দেশ্য করে মমতার প্রশ্ন, এখানকার বিজেপি প্রার্থী জগন্নাথ কী করে বেড়ান, আপনি জানেন না? ওর কাণ্ডকারখানা শুনলে তো মানুষ লজ্জায় শিউডে় ওঠে৷ মুকুটমণিকে কেন বিজেপি ছাড়তে হল? আপনি জানেন না!
কটাক্ষের সুরে মমতা বলেন, এদের ভোটে দাঁড়ানোর অধিকার আছে, না ক্ষমতা আছে, না লজ্জা আছে, কিচ্ছু নেই৷ কর্মসংস্থান নিয়ে এবার বড় কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ‘বাংলার শাডি়র দোকান’ খোলার কথা ঘোষণা করলেন তিনি৷ শনিবার নদিয়ার চাকদহতে নির্বাচনে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে শান্তিপুরের তাঁতের শাডি়র প্রসঙ্গে কথা বলতে গিয়ে, এমনই মন্তব্য করেন তিনি৷ এদিন তিনি বলেন, আমরা এখানকার তাঁতিদের কত ভালোবাসি৷ আমি তো ঠিক করেছি বাংলার প্রতিটি ব্লকে একটা করে বাংলার শাডি়র দোকান খুলবো৷ তাঁতিদের হাতে বোনা শাডি় সেখানে বিক্রি হবে৷ যদি কেউ ফ্যাঞ্চাইজি নিতে চান, তাতে আমার কোনও আপত্তি নেই৷
চাকদহ সিংহের মাঠে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ রেখেছেন তিনি৷ এই লোকসভায় বিজেপির পুনরায় প্রার্থী করেছে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে৷ আর তৃণমূল সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণিকে প্রার্থী করেছে৷ রানাঘাট কেন্দ্রে অনেকটাই মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে৷ এবারের বিজেপি এবং তৃণমূল দলের প্রার্থীই মতুয়া সম্প্রদায়ের৷ সেই কারণেই গত বছরের তুলনায় এ বছর রানাঘাট লোকসভা কেন্দ্রের লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের৷