ছিঁড়ে যাওয়া চপ্পলে সেফটিপিন, পথ হাঁটলেন মমতা

নিজস্ব প্রতিনিধি — ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার একটা দৃশ্য ছিল, রাস্তায় হাঁটতে হাঁটতে চপ্পল ছিঁড়ে যায় ‘নীতা’ তথা সু‌ি্প্রয়া দেবী অভিনীত চরিত্রের৷ তারপরেও তার চলা থামল না৷ চলচ্চিত্রে এমন একটা ‘চটি ছেঁড়া’র দৃশ্যায়ন রেখে ঋত্বিক ঘটক বোঝাতে চেয়েছিলেন, জীবনের সবরকম প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে না থেমে এগিয়ে চলতে পারে ‘নীতা’৷ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঝাড়গ্রামে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের নির্বাচনী সভায় বক্তৃতার শেষে চপ্পল ছিঁড়ে যাওয়ার পরেও মমতা যখন জানালেন, হাঁটতে হাঁটতে ছিঁড়ে গিয়েছে চপ্পল৷ আসলে, জুতোর আয়ুর চেয়ে বেশি হেঁটে ফেলেছেন তিনি৷ নিরাপত্তারক্ষী নতুন জুতো আনার জন্য ব্যস্ত হলে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন, কোনও দরকার নেই, সেফটিপিন লাগিয়ে নেব৷ তখন কোথায় যেন ঋত্বিক ঘটকের নীতার কথা মনে পড়ে যায়৷

উল্লেখ্য, সাদা শাড়ি আর সাদা হাওয়াই চপ্পল পরেই দেশ বিদেশ ঘুরে বেড়ান মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার ঝাড়গ্রামে প্রায় আধ ঘন্টা মঞ্চে বক্তৃতা করেন তিনি৷ অভ্যেসমতো এদিনও বক্তৃতার মাঝে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে ঘুরছিলেন৷ সভার প্রায় শেষে এসে তাঁর চপ্পলটি ছিঁড়ে যায়৷ মাইকেই তখন স্বগতোক্তির মতো তাঁকে বলতে শোনা যায়, ‘যাহ্, ছিঁড়ে গেল’৷

সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর চপ্পল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মঞ্চে উপস্থিত বাকিরা৷ কিন্ত্ত তাঁদের ব্যস্ত হতে বাধা দেন তিনি৷ নতুন চপ্পল আনাতে চাননি৷ অন্য একজন নিজের জুতো খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে গেলে, তা নাকচ করে দিয়ে বলে ‘আমি ওই জুতো পরি না’৷ তাঁর দেহরক্ষী নতুন জুতো নিয়ে আসার কথা বললে, তাও নাকচ করে দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, কিছু নিয়ে আসতে হবে না৷ ওই জুতো এখানে পাবেও না৷ এই নিয়ে মঞ্চে তখন আলোচনা চলছে, তখনই স্বভাবসিদ্ধ উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ইন্দ্রনীল সেনকে বলেন, তুমি সেট তৈরি করো৷ আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে৷ আমি সেফটিপিন লাগিয়ে নিই৷ ৩১ মার্চ উত্তরবঙ্গ থেকে নির্বাচনী সফর শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটানা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সভা করে চলেছেন তিনি৷ এই দীর্ঘ পথচলার ধকল সইতে না পেরে চপ্পল ছিঁড়ে গেল মমতার৷ তারপরেও তিনি সেদিনই ঘাটালে জুন মালিয়ার সমর্থনে রোড শো করার জন্য এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, না থেমে৷ ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার নায়িকা নীতা’র মতো৷