• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

আম্বানি নব দম্পতিকে আশীর্বাদ করতে একান্ত নৈশভোজে আরএসএস প্রধান, রাজনৈতিক অভিসন্ধি বলছেন বিশেষজ্ঞরা

মুম্বই, ২৯ জুন: আম্বানি পুত্র ও পুত্রবধুকে আশীর্বাদ করতে হাজির সংঘ প্রধান মোহন ভাগবত৷ যদিও সেটা ছিল একান্তে, নৈশভোজে৷ সংঘের তরফে একে সৌজন্য সাক্ষাৎ বললেও পিছনে রাজনৈতিক কারণও আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ভাগবতকে বিশেষ নিমন্ত্রিত করে আপ্যায়ণেও রাজনৈতিক সত্যান্বেষীরা রহস্যের গন্ধ পাচ্ছেন৷ রিলায়েন্স সাম্রাজ্যের সম্রাট মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে আশীর্বাদ দিয়ে

মুম্বই, ২৯ জুন: আম্বানি পুত্র ও পুত্রবধুকে আশীর্বাদ করতে হাজির সংঘ প্রধান মোহন ভাগবত৷ যদিও সেটা ছিল একান্তে, নৈশভোজে৷ সংঘের তরফে একে সৌজন্য সাক্ষাৎ বললেও পিছনে রাজনৈতিক কারণও আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ভাগবতকে বিশেষ নিমন্ত্রিত করে আপ্যায়ণেও রাজনৈতিক সত্যান্বেষীরা রহস্যের গন্ধ পাচ্ছেন৷

রিলায়েন্স সাম্রাজ্যের সম্রাট মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে আশীর্বাদ দিয়ে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত৷ শুক্রবার রাতে মুম্বইয়ে আম্বানিদের প্রাসাদ অ্যান্টিলায় একটি প্রাকবিবাহ নৈশভোজের আয়োজন করা হয়৷ সেখানেই প্রধান নিমন্ত্রিত ছিলেন মোহন ভাগবত৷ চিত্রগ্রাহক বরেন্দ্র চাওলা একটি ভিডিও পোস্ট করেছেন৷ যাতে দেখা যাচ্ছে, নৈশভোজের পর ভাগবতকে বিদায় জানাতে গাডি়র সামনে এসেছেন খোদ রিলায়েন্স সংস্থার কর্তা-গিন্নি৷

মুকেশ আম্বানি ছেলে অনন্তকে নিয়ে ভাগবতের সঙ্গে গাডি়র দিকে এগিয়ে যাচ্ছেন৷ সেই সময় ভাগবতের বিদায়কালে হবু বর অনন্ত আরএসএস প্রধানের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন৷ পাশেই ছিলেন ভাবী স্ত্রী রাধিকা মার্চেন্টও৷ ভিডিওর শেষ অংশে নীতা আম্বানিকেও দেখা গিয়েছে হাত জড়ো করে ভাগবতকে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানাতে৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে গিয়ে ছেলের বিয়ের নেমন্তন্ন করে এসেছেন৷ তারপর গতকাল, শুক্রবার মোহন ভাগবতের জন্য বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে একটি অনুষ্ঠানও সেরে ফেললেন আম্বানি দম্পতি৷ এর আগে নির্বাচনী বন্ড বিতর্কের সময় রাহুল গান্ধি বিজেপি ও নরেন্দ্র মোদিকে আদানি-আম্বানি গোষ্ঠীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন৷ সেই সময় ও তারও আগে বহুবার আম্বানি পরিবারের সঙ্গে কেন্দ্রীয় শাসকদলের দহরম-মহরম নিয়ে রাজনীতির জল ঘোলা হয়েছে৷