• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘ডাকাত’ বনাম ‘চোর’, সম্মুখ সমরে লকেট-অসীমা

নিজস্ব প্রতিনিধি— নিজের লোকসভা এলাকায় ভোট গ্রহণ কেমন চলছে, তা খতিয়ে দেখতে সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ লোকসভার সিংহভাগ এলাকায় নির্বিঘ্নে ভোট হলেও কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস গোলমাল পাকাচ্ছে, এই খবর পেয়ে সকাল থেকেই খানিকটা ‘রুদ্রমূর্তি’ ধারণ করেছিলেন বিজেপি প্রার্থী৷ ঘুরতে ঘুরতে ধনিয়াখালি পেঁৗছতেই বাঁধল অশান্তি৷ অভিযোগ, তাঁকে

নিজস্ব প্রতিনিধি— নিজের লোকসভা এলাকায় ভোট গ্রহণ কেমন চলছে, তা খতিয়ে দেখতে সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ লোকসভার সিংহভাগ এলাকায় নির্বিঘ্নে ভোট হলেও কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস গোলমাল পাকাচ্ছে, এই খবর পেয়ে সকাল থেকেই খানিকটা ‘রুদ্রমূর্তি’ ধারণ করেছিলেন বিজেপি প্রার্থী৷ ঘুরতে ঘুরতে ধনিয়াখালি পেঁৗছতেই বাঁধল অশান্তি৷ অভিযোগ, তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা৷

প্রসঙ্গত, ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বাড়ির সামনেই ভোট গ্রহণ কেন্দ্র৷ নিজের বিধানসভা এলাকায় বিজেপির তারকা প্রার্থীকে দেখেই ‘ডাকাত, ডাকাত’ স্লোগান দিতে শুরু করেন অসীমা৷ পাল্টা, ‘তৃণমূল চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি প্রার্থী৷ ঘটনাকে ঘিরে কার্যত ধুন্ধুমার কান্ড বাঁধে এলাকায়৷ পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ তৃণমূলের পাল্টা দাবি, ‘‘এলাকায় ভোট শান্তিতেই হচ্ছিল৷ পরাজয় নিশ্চিত বুঝে নানা ভাবে ঝামেলা করার চেষ্টা করছে বিজেপি৷’’

উল্লেখ্য, ওই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ যদিও সে বার হুগলি লোকসভা আসনে বিপুল ভোটে জিতে সংসদে যান অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ তবে এবার সেই রকম কোনও ঘটনা না ঘটলেও, পঞ্চম দফা নির্বাচনের সকাল থেকেই বারংবার তৃণমূলের দিকে ভোটে অশান্তি করানোর অভিযোগ তুলে কখনও ‘ভুঁয়ো’ এজেন্টকে বের করে দিলেন নিজেই৷ আবার কখনও তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার প্রতিবাদে সরব হতে দেখা গেল বিজেপি প্রার্থীকে৷