• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আসানসোলে রোডশো

নিজস্ব প্রতিনিধি— আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শুক্রবার সাড়ে তিনটের সামান্য কিছু সময় পরে আসানসোলের জিটি রোডের উষাগ্রাম থেকে রোডশো শুরু করলেন তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার সঙ্গে বিশেষ হুড খোলা গাড়িতে রয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,

নিজস্ব প্রতিনিধি— আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শুক্রবার সাড়ে তিনটের সামান্য কিছু সময় পরে আসানসোলের জিটি রোডের উষাগ্রাম থেকে রোডশো শুরু করলেন তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

তার সঙ্গে বিশেষ হুড খোলা গাড়িতে রয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়৷ এই রোডশো বিকেল পাঁচটা নাগাদ জিটি রোডের হটন রোড মোড় মোড়ে এসে শেষ হবে৷ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা৷ তারজন্য সেখানে মাইক ও লাইট লাগানো হয়েছে৷ সোড়া তিনটে নাগাদ আসানসোল উষাগ্রাম হাইস্কুল মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামে অভিষেক বন্দোপাধ্যায়ের চপার৷
এদিকে, অভিষেক বন্দোপাধ্যায়ের এই রোডশোয়ের জন্য উষাগ্রাম থেকে হটন রোড পর্যন্ত জিটি রোড যান চলাচল দুপুর দুটো থেকে বন্ধ করে দেওয়া হয়৷ সব জায়গায় ব্যারিকেড লাগানো হয়েছে৷ দড়ি দিয়ে আটকানো হয়েছে জিটি রোড সংযোগকারী সব বাইলেন৷ গোটা রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷