ভুবনেশ্বর, ১২ মে: সম্প্রতি ওড়িশার ভোট প্রচারে গিয়ে প্রকাশ্য জনসভা থেকে সেখানকার দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে নাম না করে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এখানকার ‘ভাষা ও সংস্কৃতি’ জানেন না মুখ্যমন্ত্রী। এখানকার জেলাগুলিকেও ঠিকমতো চেনেন না তিনি। প্রধানমন্ত্রী বলেন,‘‘এ বার ওড়িশায় ক্ষমতায় এলে বিজেপি এমন কোনও ভূমিপুত্র বা ভূমিকন্যাকে মুখ্যমন্ত্রী করবে, যিনি ওড়িয়া ভাষা জানেন। যিনি ওড়িশার সংস্কৃতির সঙ্গে পরিচিত। ওড়িশার সব ক’টি জেলার নাম বলুন তো।’’ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নবীনকে খোঁচা দিয়ে বলেন, “যিনি নিজে ওড়িয়া ভাষা এবং সংস্কৃতি জানেন না, তিনি কী ভাবে ওড়িশাবাসীর সঙ্গে একাত্ম হবেন, তাঁদের সমস্যার সমাধান করবেন?”
এই ঘটনার পর একদিন যেতে না যেতেই মোদির সেই কটাক্ষকে পাল্টা ফেরত দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নবীন পট্টনায়ক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ওড়িশার ভাষা ও সংস্কৃতি কতটা জানেন? এবিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টা কটাক্ষ করে বলেন,”‘‘মাননীয় প্রধানমন্ত্রী, ওড়িশার কথা আপনার কতটা মনে আছে? ওড়িয়া একটি ধ্রুপদী ভাষা, আপনি সেটাই ভুলে গিয়েছেন। আপনি সংস্কৃত ভাষার জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু ওড়িয়া ভাষার জন্য একটা টাকাও দেননি। প্রধানমন্ত্রী ওডিশি সঙ্গীতের কথা ভুলে গিয়েছেন। আমি শাস্ত্রীয় ওডিশি সঙ্গীতের স্বীকৃতির জন্য দু’বার কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু আপনি প্রতি বারই প্রত্যাখ্যান করেছেন।’’
আজ রবিবার নবীন বলেন, শুধু ভোটের সময় ওড়িশার কথা মনে পড়লে কোনও লাভ হবে না। ২০১৪ এবং ২০১৯ সালে ওড়িশার জন্য মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হয়নি। নবীনের প্রশ্ন, ‘ভারতরত্ন’ দেওয়ার ব্যাপারে কেন তারা ‘ওড়িশার সাহসী সন্তান’দের কথা ভুলে গেল? বলেন, “কিন্তু ওড়িশার মানুষ আপনার প্রতিশ্রুতিগুলি মনে রেখেছেন।” বিজেডি দলই আবার ওড়িশায় সরকার গড়বে, আশাবাদী তিনি। বিজু পট্টনায়কের পুত্র সেই ভিডিওতে আরও বলেন, ‘‘ওড়িশার প্রাকৃতিক সম্পদ কয়লা। আপনি (মোদী) ওড়িশা থেকে কয়লা নেন। কিন্তু গত ১০ বছরে কয়লার রাজস্ব বৃদ্ধি করার কথা ভুলে গিয়েছেন। শুধুমাত্র নির্বাচনের সময় ওড়িশাকে মনে রেখে লাভ নেই।’’
উল্লেখ্য, মোদির দাবি, বিজেডি সরকারের মেয়াদ ৪ জুন শেষ হবে। এবং ১০ জুন বিজেপির একজন মুখ্যমন্ত্রী ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তার জবাবে নবীন পট্টনায়েক বলেন, “১০ জুন কেন, আগামী ১০ বছরেও কিছু হবে না। বিজেপি ওড়িশার মানুষের মন জয় করতে পারবেন না।