• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘মহিলা বিমুখ মতাদর্শের প্রতিফলন’ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব কংগ্রেস

“গরিব মহিলাদের রান্না ঘরে বিনামূল্যে গ্যাস পৌছে দেওয়া হচ্ছে। যাদের গ্যাস সিলিন্ডার দিচ্ছেন তাদের মধ্যে কত জন ৮৬০ টাকা দিয়ে গ্যাস কিনতে পারবেন"।

কংগ্রেস (Photo: IANS)

রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ২৫ টাকা বৃদ্ধি হওয়ায় কেন্দ্রকে একহাত নিয়ে বিরােধী কংগ্রেসের তরফে বলা হয়, কেন্দ্র সরকার দেশের গরিব মহিলাদের রান্না ঘরে এলপিজি সিলিন্সর সংযােগ দিচ্ছে, আবার কেন্দ্রের কারণেই সেই মহিলাদের কপালে ভাঁজ পড়ছে।

দেশের মানুষের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই গ্যাসের সিলিন্ডার পিছু বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। গতকাল রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি হওয়ায় দেশজুড়ে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়েছে।

দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ছিল ৮৬০, ৮৮৬, ৮৬০, ৮৭৫ টাকা। ১ লা জুন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৮০৯ টাকা ছিল, ১লা জুলাই রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি পেয়ে ৮৩৪ টাকা হয়েছিল।

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাটে বলেন, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় সরকারের মহিলা বিমুখ মতাদর্শের প্রতিফলন স্পষ্ট হল। রান্নার গ্যাসের দাম উত্তোরােত্তর বৃদ্ধি পাওয়ায় ঘরের মহিলাদেরকে যে খুঁটে ও কাঠ জ্বালিয়ে রান্না করতে বাধ্য করা হচ্ছে, যা কখনােই মহিলাদের স্বাস্থ্যের পক্ষে সঠিক নয়।

তিনি বলেন, দেশে রান্নার গ্যাসের দাম ঠিক করা হয় আমদানি সমতা মূল্যের নিরিখে। ফলে সিলিন্ডারের দাম কখনােই ৬০০ টাকার বেশি হওয়া উচিত নয়। তাহলে গ্রাহকরা কেন অতিরিক্ত টাকা দেবে।

কেন্দ্র যখন বুঝতে পারছে দেশের মানুষ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে, চাকরি হারিয়েছে, এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়েছে, সংসার বাজেট কমে গেছে, সেখানে কেন রান্নার গ্যাসের দাম হ্রাস করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করছে না।

প্রধানমন্ত্রী উজ্জল যােজনার কথা প্রসঙ্গে তিনি কেন্দ্রকে একহাত নিয়ে বলেন, “গরিব মহিলাদের রান্না ঘরে বিনামূল্যে গ্যাস পৌছে দেওয়া হচ্ছে। যাদের গ্যাস সিলিন্ডার দিচ্ছেন তাদের মধ্যে কত জন ৮৬০ টাকা দিয়ে গ্যাস কিনতে পারবেন”।