• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

রোজভ্যালির পর রেশন দুর্নীতি এবার ইডির নজরে ঋতুপর্ণা

নিজস্ব প্রতিনিধি— রোজভ্যালি কান্ডে ২০১৯ সালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ঘটনার পাঁচ বছর পর এবার নতুন করে রেশন দুর্নীতি মামলার স্বার্থে ফের ইডির তরফ থেকে তলব করা হল অভিনেত্রীকে৷ সূত্রের খবর, আগামী ৫ জুন, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিলই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে৷ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি— রোজভ্যালি কান্ডে ২০১৯ সালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ঘটনার পাঁচ বছর পর এবার নতুন করে রেশন দুর্নীতি মামলার স্বার্থে ফের ইডির তরফ থেকে তলব করা হল অভিনেত্রীকে৷ সূত্রের খবর, আগামী ৫ জুন, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিলই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে৷ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে নগদে প্রায় এক কোটি টাকার লেনদেন করেছেন টলি অভিনেত্রী৷ ঠিক কী কারণে এই বিপুল পরিমান টাকা অভিনেত্রীর কাছে গিয়েছিল, সেই টাকা দিয়ে তিনি কী করেছেন, এই সমস্ত প্রশ্নের জবাব পেতেই তাঁকে তলব করা হয়েছে বলে দাবি সূত্রের৷

উল্লেখ্য, বর্তমানে অভিনেত্রী রয়েছেন দেশের বাইরে৷ তাঁকে ই-মেইল মারফৎ তলব করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘‘আমি রেশন দুর্নীতি মামলার কিছু জানি না৷ হাতে গোনা মাত্র কয়েকবারই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল৷ আমার সম্মানহানি হচ্ছে’’৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন অভিনেত্রী৷

প্রসঙ্গত, ২০১৯ সালের মাঝামাঝিতে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের৷ অভিযোগ ছিল, ওই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর সঙ্গে চুক্তি হয়েছিল অভিনেত্রীর৷ অর্থের বিনিময়ে বেশকিছু ছবিতেও অভিনয় করেন তিনি৷ তার পরেই কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে তলব করা হয় বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকাকে৷ অন্যদিকে রেশন দুর্নীতি কান্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু৷ গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহানসহ বেশ কিছু তৃণমূল নেতাও৷

রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তের ইডি তলব নিয়ে পাশে দাঁড়ালেন সায়নী ঘোষ৷ বললেন, ‘ষড়যন্ত্র হতেই পারে৷ ঋতুদিকে আগেও বহুবার গ্রিল করা হয়েছে৷’ অভিনেত্রী সুন্দরভাবে গোটা বিষয়টা সামলে নেবেন বলেও আশাবাদী সায়নী৷

আগামী ৫ জুন ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে৷ প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে৷ ঋতুপর্ণার কথায়, ‘এটা ষড়যন্ত্র৷ খুব অবাক হয়েছি শুনে৷ আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না৷ রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারনাই নেই৷ আমার কলকাতার বাডি়তেও তো কোনও চিঠি আসেনি!’

যাদবপুরে শেষ প্রচারের ফাঁকে ঋতুপর্ণার ইডি তলব নিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, ‘ষড়যন্ত্র হতেই পারে,এই প্রথম নয় এর আগেও ঋতুদিকে বারবার গ্রিল করা হয়েছে৷’