• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যপালের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযানে তৃণমূলের শিক্ষা সেল

নিজস্ব প্রতিনিধি– রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে৷ এর কয়েকদিন পর ফের রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নৃত্যশিল্পীও৷ এর প্রতিবাদে রাজ্যপাল বোসের পদত্যাগ চেয়ে শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেন শাসকদলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা৷ রাজ্যপালের পদত্যাগ চেয়ে রাজভবনে

নিজস্ব প্রতিনিধি– রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে৷ এর কয়েকদিন পর ফের রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নৃত্যশিল্পীও৷ এর প্রতিবাদে রাজ্যপাল বোসের পদত্যাগ চেয়ে শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেন শাসকদলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা৷ রাজ্যপালের পদত্যাগ চেয়ে রাজভবনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি তাঁদের৷

যদিও রাজভবনে পৌঁছনোর আগেই ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের৷ যার জেরে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি মহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পডে়৷

ওয়েবকুপার অন্যতম সদস্য শিক্ষিকা শর্মিষ্ঠা দেবশর্মা বলেন, “রাজ্যপাল নিজের অধঃস্তন কর্মীর শ্লীলতাহানি করেছেন, ওর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে৷ উনি পদের অসম্মান করেছেন৷ এই ধরনের রাজ্যপাল যত তাড়াতাডি় বাংলা থেকে বিদায় নেবেন ততই রাজ্যের মঙ্গল৷ “সংগঠনের অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপাল বলে কি সাত খুন মাফ নাকি! সংবিধানের সুরক্ষাকবচকে ব্যবহার করে উনি যা খুশি করতে পারেন না৷ অভিযোগের যথাযথ তদন্ত চাই এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতেই এই কর্মসূচি৷”