এবার সরকারি চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি রাহুলের

দিল্লি ২৯ মার্চ– এবার সরকারি চাকরিতে মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি কংগ্রেসের৷ ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য এই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ শুক্রবার তিনি বলেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নারীশক্তি৷ কেন আজ পর্যন্ত তিনজনের মধ্যে মাত্র একজন মহিলা এবং সরকারি চাকরিতে প্রতি ১০ জনের মধ্যে একজন মহিলা চাকরি করেন৷

এর পাশাপাশি কংগ্রেস শক্তি কা সম্মান নামে আরও একটি গ্যারান্টি দিয়েছে কংগ্রেস৷ এতে আশা, অঙ্গনওয়াডি়, মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন দ্বিগুণ করা হবে৷ অধিকার মৈত্রী গ্যারান্টিতে প্রতিটি পঞ্চায়েতে একজন করে অধিকার মৈত্রী নিয়োগ করা হবে৷ যিনি গ্রামীণ মহিলাদের আইনি অধিকার এবং তা ব্যবহারে সহায়তা করবেন৷ সাবিত্রী বাই ফুলে হস্টেলের গ্যারান্টিতে কংগ্রেস ক্ষমতায় এলে দেশে কর্মরতা মহিলাদের হস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে৷ এর মধ্যে প্রতি জেলায় অন্তত একটি হস্টেল গডে় তোলার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস৷

এদিন এক্সে হিন্দিতে লেখা এক বার্তায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি লিখেছেন, ভারতের জনসংখ্যার অর্ধেক মহিলা৷ হায়ার সেকেন্ডারি এবং উচ্চশিক্ষায় কি ৫০ শতাংশ নারী নেই? যদি তাই হয়, তাহলে প্রশাসনিক কাজে তাঁদের অংশীদারিত্ব এত কম কেন, প্রশ্ন তুলেছেন ওয়ানাডে়র সাংসদ ও কংগ্রেস প্রার্থী৷ তিনি বলেন, কংগ্রেস চায়, ‘আধি আবাদি পুরা হক৷ ‘ আমরা বিশ্বাস করি, একজন মহিলার দক্ষতা ও যোগ্যতা তখনই পূর্ণ বিকশিত হবে, যখন তাঁকে সরকার পরিচালনায় সমানভাবে অংশ নিতে দেওয়া হবে৷


একইসঙ্গে রাহুল আরও লিখেছেন, সংসদ এবং বিধানসভাতেও মহিলা সংরক্ষণের পক্ষে আমরা৷ শুধু তাই নয়, অবিলম্বে মহিলা সংরক্ষণ চালু করা হোক, এই দাবিও একাধিকবার তুলেছেন রাহুল৷

দেশের মহিলারা যদি আয়ের ব্যাপারে সুরক্ষিত হন, ভবিষ্যৎ, স্থায়িত্ব এবং আত্মসম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পান একমাত্র তখনই সমাজ শক্তিশালী হয়ে উঠতে পারে৷ তাই সরকারি চাকরিতে ৫০ শতাংশ সংরক্ষণ পেলে মহিলারা শক্তিশালী হবেন, যা দেশের সৌভাগ্য গডে় তুলবে৷ প্রসঙ্গত, এর আগেই কংগ্রেস লোকসভা ভোটে মহিলাদের জন্য পাঁচ গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছে৷ যার মধ্যে উল্লেখযোগ্য হল, মহালক্ষ্মী গ্যারান্টি৷ প্রত্যেক গরিব পরিবারের একজন মহিলাকে বছরে ১ লাখ টাকা দেওয়া হবে৷ এই টাকা সরাসরি তাঁর অ্যাকাউন্টে চলে যাবে৷