এক ঝটকায় দারিদ্র মুছতে
দিল্লি, ১২ এপ্রিল– যেনতেন প্রকারে ভোট ব্যাঙ্কে নিজের প্রভাব ফেলতে মরিয়া প্রতিটি দল৷ জনগণকে নিজের পালে টানতে এজন্য চলছে ঢালাও প্রতিশ্রুতির বন্যা৷ এরমধ্যেই কংগ্রেস তরফে দেশের মহিলা ভোটারদের পাখির চোখ করে ফের নতুন প্রতিশ্রুতি৷ রাজস্থানে এক জনসভায় দাঁড়িয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির প্রতিশ্রুতি ‘এক ঝটকায় দারিদ্র মুছে দেওয়া হবে৷’ আর এই দারিদ্র মুছতে তাঁর মোক্ষম দাওয়াই, ক্ষমতায় এলে দেশের প্রতিটি দরিদ্র পরিবারের একজন করে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে৷
প্রসঙ্গত, হাত শিবিরের নির্বাচনী ইস্তেহারে কিন্ত্ত এই প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল৷ বিকানিরের অনুপগডে়র জনসভায় ফের তা মনে করিয়ে দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ এদিন রাহুল বলেন, ‘কংগ্রেস সরকার দেশের প্রতিটি গরিব পরিবারের এক জন করে মহিলার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাঠাবে বছরে৷ দারিদ্রসীমার নিচে যাঁরা থাকবেন, প্রতি বছর ১ লক্ষ টাকা (অর্থাৎ মাসে সাডে় ৮ হাজার টাকা) তাঁদের অ্যাকাউন্টে খটাখট খটাখট করে ঢুকে পড়বে৷ আর এক ঝটকায় দেশ থেকে দারিদ্র মুছে দেওয়া হবে৷’
এদিনের সভায় যথারীতি বিজেপিকে তোপের পর তোপও দাগেন রাহুল৷ মোদিকে খোঁচা দিয়ে বলেন, ১৫-২০ জন শিল্পপতির ঋণ মকুব করেছেন প্রধানমন্ত্রী৷ কিন্ত্ত সেই অর্থে ১০০ দিনের কাজের ২৪ বছরের টাকা দেওয়া যেত৷ পাশাপাশি তাঁর দাবি, মূল্যবৃদ্ধি ও বেকারত্বই দেশের সবচেয়ে বড় সমস্যা৷ কিন্ত্ত সংবাদমাধ্যমও সেই সমস্যাকে সেভাবে তুলে ধরছে না৷ ইলেক্টোরাল বন্ড নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল৷ কংগ্রেস নেতার দাবি, শিল্পপতির থেকে বন্ডের মাধ্যমে বিজেপি টাকা নিলেও বন্ধ করে দেওয়া হয়েছে কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন৷