যন্তর মন্তরে ‘সেভ ফার্মার্স, সেভ ইন্ডিয়া’ স্লোগান কৃষকদের পাশে রাহুল ও বিরােধী নেতারা

‘সেভ ফার্মার্স, সেভ ইন্ডিয়া’ স্লোগান কৃষকদের পাশে রাহুল ও বিরােধী নেতারা (Photo:SNS)

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাতে এবার কোনও প্রতীকী প্রতিবাদ নয়, সরাসরি যন্তরমন্তরে গিয়ে কিষাণ সংসদে যােগদান করে কৃষকদের প্রতি একাত্মতা প্রদর্শন করলেন রাহুল গান্ধি সহ বিরােধী দলের সাংসদরা। আজ সকাল দশটায় সংসদ ভবনে ১৪ টি বিরােধী দলের সাংসদরা হাজির হয়ে যন্তর মন্তরে কিষাণ সংসদে যােগ দিয়ে সংহতি প্রদর্শন করার সিদ্ধান্ত।

জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি, শিবসেনা, ডিএমকে, এনসিপি, আরজেডি, সপা, সিপিআইএম, সিপিআই, আইইউএমএল, আরএসপি, এনসি, এলজেডি সাংসদরা জড়াে হলেও যন্তরমন্তরে কিষাণ, সংসদে তৃণমূল কংগ্রেস, আপ, বিএসপি সাংসদরা যােগ দেননি।

রাজ্যসভার বিরােধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সামিল কৃষকদের দাবিকে সমর্থন জানিয়ে বিরােধী দলনেতারা একাধিক প্রতীকী প্রতিবাদ জানিয়েছে।


এবার কৃষকদের প্রতি সংহতি প্রদর্শন করতে বিরােধী দলের সাংসদরা যন্তরমন্তরে গিয়ে কিষাণ সংসদে যােগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ওই প্রতিবাদ সভায় যােগ দেবেন’। বিরােধী নেতারা সাড়ে বারােটার সময়ে সংসদ ভবন থেকে বাসে করে যন্তরমন্তরে কিষাণ সংসদে যােগ দেন।

সেখানে পৌছে বিরােধীরা ‘সেভ ফার্মার্স, সেভ ইন্ডিয়া’ স্লোগান দেন ও প্লেকার্ড দেখান। মল্লিকার্জুন খাড়গেস অম্বিকা সােনি, গৌরব গগৈ, সঞ্জয় রাউত, মনােজ ঝাঁ, টি শিবা সহ বিরােধী নেতারা যন্তরমন্তরে গিয়ে কিষণ সংসদে যােগ দেন।

বাদল অধিবেশন চলাকালীন যন্তরমন্তরে সংযুক্ত কিষাণ মাের্চার ব্যানারে আন্দোলনরত কৃষকদের প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল।