আরএসএসের উদ্দেশ্যে কড়া তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে সংবিধানকে ধ্বংস করার অভিযোগও করেন রাহুল। বুধবার মহারাষ্ট্র বিধানসভার প্রচারে এসে নাগপুরের দীক্ষাভূমি থেকে আরএসএসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান রাহুল। এদিন দীক্ষাভূমিতে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর ‘সংবিধান সম্মান সম্মেলন’ থেকে আরএসএসের বিরুদ্ধে সংবিধানকে ধ্বংসের অভিযোগ করেন রাহুল।
রাহুল বলেন, ‘আরএসএস এবং বিজেপি সংবিধানের উপর সরাসরি আক্রমণ করছে। এই আক্রমণ শুধু সংবিধানের উপর নয়, এটি দেশের নাগরিকদের স্বাধীন চিন্তাভাবনার উপর আঘাত। সংবিধান থেকেই নির্বাচন কমিশনের মতো সংস্থা তৈরী হয়। তাই সংবিধান না থাকলে দেশে নির্বাচন কমিশনেরও কোনও অস্তিত্ব থাকবে না। রাজাদের কাছে নির্বাচন কমিশন ছিল না।’ রাহুল স্পষ্ট করেন, আরএসএস ও বিজেপি সংবিধানকে শেষ করে গণতন্ত্রের উপর আঘাত হানতে চায়।
রাহুল এদিন আরও বলেন,’সংবিধান না থাকলে মানুষের কোনও অধিকারই থাকবে না। শিক্ষা থেকে স্বাস্থ্য সাধারণ মানুষকে নিরাপত্তা দেয় সংবিধান। কিন্তু আরএসএস সরাসরি আমাদের সঙ্গে লড়তে পারে না। সরাসরি লড়াই করলে ওদের হার অবশ্যম্ভাবী। সেই কারণে ওরা আড়াল থেকে আক্রমণ করে। নিজেদের পছন্দমতো কিছু শব্দ তৈরী করে তার আড়াল থেকে আক্রমণ করে আরএসএস।’
দেশের অর্থনীতির প্রসঙ্গ তুলে ধরে ফের একবার জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেন রাহুল। রাহুল তাঁর এক বন্ধুর কথা উল্লেখ করে বলেন, জাতি বা তাকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যার মুখে পড়তে হয় দলিত-আদিবাসী থেকে শুরু করে অন্য পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিদের। বাকিদের পক্ষে এই সময় বোঝা সম্ভব নয়। রাহুলের দাবি, বিজেপি বা আরএসএস না চাইলেও দেশবাসী চান দেশে জাতিভিত্তিক জনগণনা হবে। ।