ভোটের দিনগুলিতে সরকারি কর্মচারীদের ছুটি, বিজ্ঞপ্তি জারি নবান্নে

নবান্ন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি — লোকসভা ভোটের দিনগুলিতে সরকারি কর্মচারীদের ছুটি থাকবে রাজ্যে৷ বৃহ্স্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি হল নবান্ন থেকে৷ যে যে কেন্দ্রে যার যেদিন ভোট সেই সেই দিনগুলিতে তাঁরা সবেতন ছুটি পাবেন, ভোট দেওয়ার জন্য৷

তবে সরকারি কর্মচারীরা এই ছুটি পেলেও বেসরকারি কর্মচারীরা এই ছুটি পাবেন কি? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ বেসরকারি সংস্থার কর্মীদেরও ওইদিন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে৷ সূত্রের খবর, এই নিয়ে একটা পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে শ্রম দফতরের তরফে৷

রাজ্যে এবার সাত দফায় ভোট হচ্ছে৷ ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং 1 জুন যেসব এলাকায় ভোট হবে, সেই এলাকার সব সরকারি অফিস বন্ধ থাকবে৷ যেমন ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনস্থ সব অফিস কাছারি বন্ধ থাকবে৷ একইভাবে অন্য দিনগুলিতে, যে এলাকার ভোট, সেখানকার সরকারি অফিস বন্ধ থাকবে৷ সমস্ত ভোটের দিনগুলিতে, সেই অঞ্চলের সরকারি কর্মীদের সরকারি ছুটি থাকবে৷ নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত কর্মীরাও নিজের এলাকায় এসে ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন৷


একই সঙ্গে বৃহস্পতিবারের সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে যে স্কুলগুলিকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি থাকবে৷ ভোটের সঙ্গে যুক্ত সরকার কর্মচারীদের গভীর রাত পর্যন্ত কাজ করতে হতে পারে৷ সেই কারণে ভোটের পরের দিনও তাদের সরকারি বিশেষ ছুটি (স্পশাল লিভ) দেওয়া হবে৷ এছাড়া কোনও বুথে যদি পুননির্বাচন হয়, তাহলে সেদিনও এলাকার সরকারি কর্মচারীরা ছুটি পাবেন৷

ভোটের দিনগুলিতে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা একটা প্রথা হয়ে গিয়েছে বেশ কিছুদিন যাবৎ৷ মনে করা হচ্ছে, ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটির ঘোষণা করা হল বেশ কিছুদিন আগে৷ অনেক সময় ছুটি নিলে বেতন কাটার আশঙ্কায়, অনেক সরকারি কর্মচারী ভোটদানে বিরত থাকেন৷ সেই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কারণেই ভোট শুরু হওয়ার অনেকদিন আগে থেকেই ভোটের ছুটি দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল৷