‘প্রচারবাবু’ মোদিকে তীব্র কটাক্ষ মমতার

অভিষেক রায়, খড়গপুর, ২৬ এপ্রিল— ‘প্রচারবাবু’ বলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার পিংলার মুন্ডুমারীতে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচারবাবুর ছবি৷ মিথ্যে কথার বাহার৷ দুপুরে খেতে বসলে খাওয়ার থালাতেও প্রচারবাবুর ছবি৷ শুধু মিথ্যে কথা৷ রেশনে প্রতিবছর কেন্দ্র দিত ৯ হাজার কোটি টাকা আর রাজ্য দিত ৭ হাজার কোটি টাকা৷ গত দু’বছরে কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি৷ মোদিকে আরও ক্ষুরধার আক্রমণ শানিয়ে মমতা বলেন, নির্বাচনের পর দেখে নেবে বলে হুমকি দিচ্ছে৷ নির্বাচনের পর তুই থাকবি না৷ তুই কোথায় থাকবি সেটা ঠিক কর৷ বিজেপি কোনও মতেই ক্ষমতায় আসছে না৷ তাই ওরা উল্টোপাল্টা বকা শুরু করেছে৷

পিংলার মঞ্চে দাঁডি়য়ে বিরোধীদের ‘চাকরি খেকো’ বলে দাগিয়ে মমতা বলেন, আপনারা মানুষ খেকো বাঘের কথা শুনেছেন৷ এখন চাকরি খেকো মানুষদের দেখতে পাচ্ছেন৷ চাকরি খেকো বিজেপি, চাকরি খেকো সিপিএম সব একজোট হয়েছে৷ মমতা দাবি করেন শিক্ষক না থাকলে স্কুলের ছাত্র-ছাত্রীদের কি হবে? বিজেপি কি আরএসএসের হাতে স্কুলের দায়িত্ব তুলে দিতে চাইছে?

ভারতে যেভাবে নির্বাচন চলছে তা সারা বিশ্বে নিন্দিত হচ্ছে বলে, দাবি মমতার৷ তার কথায়, এটা লজ্জা লজ্জা লজ্জা৷ তিনি বলেন, ‘আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না, সম্পত্তির অধিকার থাকবে না৷ দেশের বিজেপি শাসিত রাজ্যে মাছ-মাংস ডিমের দোকান বন্ধ থাকে৷ কে কি খাবে, কে কি পড়বে সেটা ওরা ঠিক করবে৷’


উন্নয়নে বাংলা পৃথিবীর সেরা দাবি জানিয়ে মমতা বলেন, বিজেপি দেশ, ধর্ম, জাতি, মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে৷ সারনা ধর্মের স্বীকৃতির জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, কিন্ত্ত কেন্দ্র স্বীকৃতি দিচ্ছে না৷ ওরা এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করেছে৷

নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা বলেন, ওখানে আবার অত্যাচার শুরু করেছে৷ লোডশেডিং করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে চাইছে৷ গতবার একই করেছিল দেখেছিলাম৷ এরপরেই ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে মমতা বলেন, টিএমসি ছেডে়ছিলি টাকার জন্য৷ নিজের পরিবারকে বাঁচানোর জন্য৷ কিন্ত্ত আমি লড়াই করে যাচ্ছি৷ জেলে যেতে হয় যাব৷ কিন্ত্ত মানুষের জন্য লড়াই ছাড়বো না৷