ইউক্রেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৩০ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন ইউক্রেন পরিদর্শনে। বুধবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি পরিদর্শনে যাচ্ছেন পোল্যান্ড এবং ইউক্রেনে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মোরারজি দেশাইয়ের পর গত ৪৫ বছরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যাচ্ছেন ইউরোপের কোনও দেশে। ভারত এবং পোল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 70 বছর পূর্ণ হচ্ছে এই ২০২৪-এ। বিদেশ মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে।
এছাড়াও পোল্যান্ডের রাষ্ট্রপতি অ্যান্ড্রেজ দুদা এবং সেখানকার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন মোদি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়ে তাঁকে সরকারিভাবে স্বাগত জানানো হবে। তিনি সেখানকার ব্যবসায়ী গোষ্ঠী এবং নামি পরিবেশবিদদের সঙ্গেও কথা বলবেন।
পোল্যান্ড থেকে রেল ফোর্স ওয়ান নামে একটি ট্রেনে প্রধানমন্ত্রী মোদি যাবেন ইউক্রেনের রাজধানী কিভে। এই রেলযাত্রায় তাঁর সময় লাগবে ১০ ঘণ্টা। ২০২২-এ রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভ আক্রমণ করার পর এই প্রথম মোদি যাচ্ছেন ইউক্রেন পরিদর্শনে। মোদি এমন সময় সেখানে যাচ্ছেন, যখন কিভ রাশিয়ান এলাকায় পাল্টা সামরিক আঘাত হেনেছে।
বিদেশ মন্ত্রক অনুসারে প্রধানমন্ত্রী মোদি ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কৃষি, পরিকাঠামো, ওষুধ-স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিরক্ষা বিষয়ে বৈঠক করবেন। জানা যাচ্ছে, ইউক্রেন ও রাশিয়ার এই বিবাদের শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে দিল্লি সমস্তরকম সমর্থন ও সাহায্য করবে। উল্লেখ্য, গত মাসে মস্কোয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে কথোপকথন এবং কূটনীতির পথে ফেরার কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন, যুদ্ধেক্ষেত্রে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়।