• facebook
  • twitter
Friday, 20 September, 2024

ছাত্র-যুবতে পরিবর্তনের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:  সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ বর্তমানে যাদবপুর কেন্দ্রের সাংসদ৷ তাঁকে সরিয়ে নতুন কাউকে রাজ্য যুব সভাপতি করা হতে পারে জল্পনা রয়েছে৷ এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় সায়নী ঘোষের৷ সেখানে তৃণমূল সুপ্রিমো জেলা ধরে ধরে নতুন সভাপতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি:  সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ বর্তমানে যাদবপুর কেন্দ্রের সাংসদ৷ তাঁকে সরিয়ে নতুন কাউকে রাজ্য যুব সভাপতি করা হতে পারে জল্পনা রয়েছে৷ এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় সায়নী ঘোষের৷ সেখানে তৃণমূল সুপ্রিমো জেলা ধরে ধরে নতুন সভাপতি নির্বাচনের জন্য একটি তালিকা তৈরি করে সায়নী ঘোষকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন৷ সেই তালিকা ইতিমধ্যেই জমা পড়েছে বলে জানা গিয়েছে৷ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আগামীতে বড়সড় কোনও দায়িত্ব পেতে পারেন৷ তাঁকে যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হতে পারে বলে জানা যাচ্ছে৷ আগামী বিধানসভা উপনির্বাচনে এই ছাত্রনেতার টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো রয়েছে৷ ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী হিসেবে রাজন্য হালদারের নাম উঠে আসছে৷ তবে, ছাত্র পরিষদের সভাপতির দৌড়ে রয়েছেন সুদীপ রাহা সহ আরও বেশ কয়েকজন৷ এখন দেখার শেষ পর্যন্ত দল কাকে কী দায়িত্ব দেয়৷