নিজস্ব প্রতিনিধি— ইভিএম গণনায় হেরে গিয়েছিলেন দুই দলের দুই প্রার্থী৷ তবে পোস্টাল ব্যালট গণনা হতেই হিসেব উল্টে গেল৷ মাত্র কয়েক ভোটের ব্যবধানে বেরিয়ে গেলেন শিন্ডেপন্থী শিবসেনার রবীন্দ্র ওয়কোর এবং বিজেপি প্রার্থী রবীন্দ্র নারায়ণ বেহারা৷
শিবসেনার রবীন্দ্র ওয়েকার দাঁড়িয়েছিলেন মুম্বাই নর্থ-ওয়েস্ট কেন্দ্র থেকে৷ অন্যদিকে বিজেপির হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বীতা করতে ওড়িশার জাজপুর থেকে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র নারায়ণ বেহারা৷
মুম্বাই নর্থ-ওয়েস্ট থেকে ওয়েকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবসেনা ইউবিটির গজানন কীর্তিকার৷ প্রথমে ইভিএম গণনা শেষে দেখা যায় কীর্তিকার পেয়েছেন ৪,৫১,০৯৫টি ভোট৷
অন্যদিকে ওয়েকার পেয়েছেন ৪,৫১,০৯৪৷ অর্থাৎ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান মাত্র একটি ভোটের৷ তারপরেই শুরু হয় পোস্টাল ব্যালট গণনা৷ আর তাতেই কিস্তিমাত৷ সবশেষে কীর্তিকারের পক্ষে যায় ৪,৫২,৫৯৬টি ভোট এবং ওয়েকারে পক্ষে যায় ৪,৫২,৬৪৪টি ভোট৷ মাত্র ৪৮টি ভোটের ব্যবধানে জিতে বেরিয়ে যান রবীন্দ্র ওয়েকার৷ ঠিক একইভাবে ওড়িশার বিজেপি প্রার্থী রবীন্দ্র নারায়ণ বেহারা বিজু জনতা দলের প্রার্থী শর্মিষ্ঠা শেঠির থেকে মাত্র ৪৯৬টি ভোটে পিছিয়ে ছিলেন৷ ব্যালট গণনার পরে দেখা যায় রবীন্দ্র নারায়ণ বেহারা বিজু প্রার্থী শর্মিষ্ঠা শেঠির থেকে ১৫৮৭ ভোটে এগিয়ে গিয়েছেন৷