• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মদনমোহন মন্দিরে পুজো, তারপরই নির্বাচন কমিটির বৈঠকে অভিষেক

ঘূর্ণিঝড়ে আহতদের আরোগ্য কামনা নিজস্ব প্রতিনিধি— কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু৷ নির্বাচন সামনে৷ কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের আশীর্বাদ পেতে মঙ্গলবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন মন্দিরে৷ এখান থেকেই সোজা তিনি চলে যান দলের জেলা কার্যালয়ে৷ এদিন ছিল কোর কমিটির বিশেষ সভা৷ ছিল দলের সাংগঠনিক সভাও৷ আগামী ১৯ এপ্রিল কোচবিহার

ঘূর্ণিঝড়ে আহতদের আরোগ্য কামনা

নিজস্ব প্রতিনিধি— কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু৷ নির্বাচন সামনে৷ কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের আশীর্বাদ পেতে মঙ্গলবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন মন্দিরে৷ এখান থেকেই সোজা তিনি চলে যান দলের জেলা কার্যালয়ে৷ এদিন ছিল কোর কমিটির বিশেষ সভা৷ ছিল দলের সাংগঠনিক সভাও৷ আগামী ১৯ এপ্রিল কোচবিহার লোকসভা আসনে নির্বাচনী লড়াইয়ের রণকৌশল ঠিক করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে হাজির হন৷ উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, দলের কোচবিহার কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ৷ দলের এই রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে মুখ না খুললেও দলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া জানান, এবারের নির্বাচন নিয়ে লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে৷ দলের সেনাপতির নির্দেশ অনুযায়ী বুধবার থেকেই দলীয় কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়বেন নির্বাচনী ময়দানে৷ দলের বসে যাওয়া এবং পুরানো কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সাথেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি৷ দলে যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদেরকে নিয়ে একত্রিত হয়ে নির্বাচনী লড়াইয়ে নামা হবে৷ এদিন গোপনে এই বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স্ক তৃণমূল কর্মীদের সাথেও আলোচনা বৈঠক করেন বলে দলীয় সূত্রে জানা গেছে৷ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে কোচবিহার লোকসভা আসনটি তার হাতে তুলে দেওয়ার লক্ষ্যে সমস্ত রকম রাজনৈতিক প্রচেষ্টা তারা চালিয়ে যাবেন৷

কোচবিহারের হারানো আসন পুনরুদ্ধারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দৃঢ়প্রতিজ্ঞ৷ কোচবিহার আসনটি শুধু ফিরে পেতেই নয়, বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পরাজিত করাই তৃণমূল কংগ্রেস দলের প্রধান লক্ষ্য বলে জগদীশচন্দ্র বসুনিয়া উল্লেখ করেন৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বলেন, তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো কর্মীদের সম্পদ বলে মনে করেন৷ তাই এবারের নির্বাচনে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো দলের অন্যতম লক্ষ্য বলে জানান দলের প্রার্থী৷ এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরিচালনা সম্পর্কিত গোপন বৈঠক নিয়ে বিশেষ কোনো তথ্য প্রকাশিত না হলেও নির্বাচনে জেতার লক্ষ্য নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরি করাই যে ছিল এই বৈঠকের মূল লক্ষ্য তা বলাই বাহুল্য বলে রাজনৈতিক মহল মনে করেন৷ বিগত বিধানসভার উপনির্বাচনে দিনহাটা কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন৷ তার জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৬৪ হাজারেরও বেশি ভোট৷ শুধু দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোটের ব্যবধান ধরে রাখতে তৃণমূল কংগ্রেস দলকে যে যথেষ্ট কসরত করতে হবে তা নিয়ে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল অন্তত দ্বিমত নন৷ আর ১৬ দিন৷ এরমধ্যে কোচবিহারের আসন ছিনিয়ে নিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বড় মিছিল ও সভার আয়োজন করা হয়েছে৷ যদিও ইতিমধ্যে দিনহাটা সহ বড়সড় মিছিল সংগঠিত হয় জেলার বিভিন্ন স্থানে৷ জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙ্গার কাছে গুমানিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন৷ এই সভায় জনসমাগমের লক্ষ্যে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে দলীয় স্তরে প্রচার কর্মসূচি শুরু হয়েছে৷ মূল প্রতিদ্বন্দ্বী শাসক তৃণমূল কংগ্রেস দল এবং বিজেপির প্রচার নিয়ে টানটান উত্তেজনার মধ্যে কোচবিহারে এবার ভোট হতে চলেছে৷ রাজনৈতিকভাবে উত্তপ্ত এই জেলার ভোটাররাও শঙ্কিত শান্তিপূর্ণ ভোট নিয়ে৷ দিন যতই গড়াচ্ছে অর্থাৎ ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ যেন বেডে় চলছে কোচবিহারের মাটিতে৷ রাজনৈতিক উত্তেজনার কারণে কোচবিহারের ভোটারদের গণতন্ত্রের এই উৎসবে শামিল করতে নির্বাচন কমিশন কিংবা প্রশাসন কতটা উদ্যোগী তা অবশ্য সময়ই বলবে৷