• facebook
  • twitter
Monday, 16 September, 2024

আরজিকর কাণ্ডে খড়্গপুরের ছাত্রীকে সতর্ক করল পুলিশ

যে বিতর্কিত পোস্টগুলি সে করেছে সেগুলি রিমুভ করতে বলা হয়

আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত পোস্ট করায় খড়গপুর নিবাসী এক ছাত্রীকে সতর্ক করল পুলিশ । সুদেষ্ণা মন্ডল নামে ওই ছাত্রীর বাড়ি হিজলি কো-অপারেটিভ সোসাইটিতে । সুদেষ্ণা কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী। আরজিকর কান্ড এবং আরো কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু অন্ততদন্তমূলক পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় করেন। এই পোস্টগুলি প্রশাসনের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, পুলিশ তার দাদা বৌদির সঙ্গে প্রথম যোগাযোগ করে। তারপর সুদেষ্ণার সঙ্গে যোগাযোগ করা হয় । তাকে এই বলে সতর্ক করে দেওয়া হয় যে সুদেষ্ণা এখন ছাত্রী । পড়াশোনা নিয়েই সে যেন ব্যস্ত থাকে । এই ধরনের পোস্ট যেন সোশ্যাল মিডিয়ায় না করে। ইতিমধ্যেই যে বিতর্কিত পোস্টগুলি সে করেছে সেগুলি রিমুভ করতে বলা হয় ।
 এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সবুজ ঘোড়ই বলেন, ‘এটা চরম নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। মানুষের মনের ভাব প্রকাশ করার স্বাধীনতায় হস্তক্ষেপ । মনের ভাব প্রকাশ করার একটি অন্যতম বড় প্লাটফর্ম সোশ্যাল মিডিয়া । যে পুলিশই এই কাজ করে থাকুক তাকে অভিযুক্ত করা হোক।’
বিজেপি নেতা তুষার মুখোপাধ্যায় বলেন, ‘ রাজ্য জুড়ে আন্দোলনের চাপ যত বাড়ছে, পুলিশের উপর চাপও তত বাড়ছে । রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করে আন্দোলনকে ভেঙে ফেলতে চাইছে । কিন্তু আমরা ভয় পাব না । যাদের উপর এই ধরনের চাপ আসবে তাদের পাশে আমরা থাকব । আন্দোলনকে আরো শক্তিশালী করব।’