নবান্ন অভিযানে ইটের আঘতে জখম, দৃষ্টিশক্তি হারালেন পুলিশ সার্জেন্ট দেবাশিস

মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷ পুলিশের লাঠিচার্জে জখম হন বহু বিক্ষোভকারী৷ আবার বিক্ষোভকারীরাও পালটা ইট-পাটকেল ছুঁড়ে জখম করেছিল একাধিক পুলিশ কর্মীকে৷ এদিন হেস্টিংসে কর্তব্যরত ছিলেন দেবাশিস চক্রবর্তী নামে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট৷ ইটের আঘাতে চোখ ফেটে রক্ত বের হয় তাঁর৷ ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন তিনি৷ বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়৷ তারপরই চিকিৎসকরা জানিয়ে দেন, দেবাশিস বাবু সারাজীবনের মতো বাম চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন৷

হেস্টিংসে কর্তব্যরত অবস্থায় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাত লেগে বাঁ চোখে গুরুতর আঘাত পাওয়ার পর দেবাশিসকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাম চোখে কিছু দেখতে পাচ্ছেন না বলে জানান৷ রাতেই এসএসকেএম থেকে কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে৷

তবে শুধু সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী নন, আনন্দপুর থানার ওসি সুমন কুমার দে সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়৷ তাঁদের সকলকেই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷