• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিক্ষিপ্ত হিংসার ছবি উত্তরবঙ্গে, সরব চন্দ্রিমা-ব্রাত্য-শশী

নিজস্ব প্রতিনিধি— যেমন আশঙ্কা ছিল, বাস্তবেও দেখা গেল তেমনটাই৷ নির্বাচনের প্রথম দফায় সকাল থেকেই শিরোনামে নিশীথ-উদয়নের কোচবিহার৷ এমনকি ভোটের আগের দিন রাত থেকেই বিক্ষিপ্ত হিংসার ছবি ধরা পড়লো গোটা কোচবিহার জুড়ে৷ বাদ পড়লো না আলিপুরদুয়ারও৷ কোথাও আক্রান্ত হলেন তৃণমূলের ব্লক সভাপতি আবার কোথাও বিজেপির বুথ সভাপতি পেলেন মাথায় চোট৷ শুক্রবার অর্থাৎ ভোটের দিন সকাল নটার

নিজস্ব প্রতিনিধি— যেমন আশঙ্কা ছিল, বাস্তবেও দেখা গেল তেমনটাই৷ নির্বাচনের প্রথম দফায় সকাল থেকেই শিরোনামে নিশীথ-উদয়নের কোচবিহার৷ এমনকি ভোটের আগের দিন রাত থেকেই বিক্ষিপ্ত হিংসার ছবি ধরা পড়লো গোটা কোচবিহার জুড়ে৷ বাদ পড়লো না আলিপুরদুয়ারও৷ কোথাও আক্রান্ত হলেন তৃণমূলের ব্লক সভাপতি আবার কোথাও বিজেপির বুথ সভাপতি পেলেন মাথায় চোট৷ শুক্রবার অর্থাৎ ভোটের দিন সকাল নটার মধ্যেই নির্বাচন কমিশনে বহু অভিযোগ দায়ের করেছে তৃণমূল৷ যার মধ্যে অধিকাংশই কোচবিহার সংক্রান্ত৷

উল্লেখ্য, কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লক বি-এর তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকে মারধর করা হয়, অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ তারপর তাঁকে ভর্তি করানো দিনহাটা মহকুমা হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন তিনি৷ আহত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহ৷ হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী৷ অন্যদিকে কোচবিহারের রাজাখরায় তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে, একইসঙ্গে তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুডে় গিয়েছে বলে জানা যায়৷ এই দুই ঘটনাতেও অভিযোগের তির বিজেপির দিকেই৷ চান্দামারিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষকে ঘিরেও ছডি়য়েছে উত্তেজনা৷ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়ছে বলে অভিযোগ৷ ইটের আঘাতে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়৷ তুফানগঞ্জের আন্দারন ফুলবাডি় ২-এর ৫৯ নম্বর বুথে বিজেপির গুন্ডারা ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার চারটি বুথেই ছিল না বিজেপির পোলিং এজেন্ট৷ ঘটনা আলিপুরদুয়ারের তুলসীপাড়ার৷ এই প্রসঙ্গে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরবও হন তিনি৷ এজেন্টরা সময়ে আসেননি, পাল্টা দাবি করেন প্রিসাইডিং অফিসার৷

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরা হয়েছে তুফানগঞ্জের ঘটনাটি৷ সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের প্রশ্ন, ‘এই সবের মধ্যে কেন্দ্রীয় বাহিনী কোথায়? গণতন্ত্র অবরোধের মধ্যে রয়েছে এবং ইসিআই-এর এগিয়ে আসার ও প্রতিটি নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করার সময় এসেছে!’ বিজেপি কর্তৃক তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের প্রসঙ্গেও সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং প্রাক্তন সাংসদ তথা রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন৷ নিশীথ প্রামানিককে আক্রমণ করে শশী পাঁজা বলেন, ‘মর্নিং শো-স দ্য ডে’৷ কোচবিহারে বিজেপি প্রার্থীর নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকেই আইন ভঙ্গের কার্যকলাপ চালানো হয়েছে এবং হিংসার ঘটনা ঘটাচ্ছেন৷ তা সত্ত্বেও তিনি বিব্রত, তাঁর শারীরিক অঙ্গভঙ্গিতেই ধরা পড়ছে৷ মোদির একজন মন্ত্রী হারছেন৷ পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মানুষ মনস্থির করে নিয়েছেন কাকে ভোট দেবেন কারণ তারা তাদের বিপদে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সময় একমাত্র তৃণমূল কংগ্রেসকেই পাশে পেয়েছিলেন৷’ শান্তনু সেনও কটাক্ষের সুর চড়িয়েছেন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেই৷ তিনি বলেন, ‘যেখানে অর্থাৎ কোচবিহারে স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিজে প্রার্থী সেখানে তাঁর বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল মামলা রয়েছে, যাঁর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ থেকে গুন্ডা এনে তৃণমূলের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে৷ মানুষের সমর্থন পাবে না জেনেই তাঁরা প্রথম থেকে এই সন্ত্রাস কে হাতিয়ার করেছে৷ তাই তৃণমূলের ব্লক সভাপতি থেকে তৃণমূল কর্মীদের হেনস্থা করা হচ্ছে, তৃণমূল কার্যালয়ে হামলা করা হচ্ছে৷ নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে, তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন৷’