কৃষক আন্দোলন টার্গেট নয়তাে!

প্রতীকী ছবি (Photo: Twitter | @NavJammu)

কেন্দ্রের তিন নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন সাতমাস পেরিয়ে গেল। সমাধান সূত্র আজও অধরা। এমনই সময়ে এক চাঞ্চল্যকর গােয়েন্দা রিপাের্ট সামনে আসছে। জানা যাচ্ছে, একটি পাক  গােষ্ঠী কৃষক আন্দোলনের সুযােগ নিয়ে ভারতে নাশকতার ছক কষছে।

কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ও দিল্লি পুলিশকে এ ব্যাপারে সতর্ক করা হল গােয়েন্দা দফতরের পক্ষ থেকে। দিল্লির নিরাপত্তা আরও আঁটোসাঁটে করার প্রস্তাব দেওয়া হয়েছে গােয়েন্দা রিপাের্টে।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানাে হয়েছে, দিল্লি পুলিশের পরামর্শ মেনেই তিনটি মেট্রো স্টেশন সকাল থেকে বন্ধ। দুপুর ২ টা পর্যন্ত ইয়ােলাে লাইনের বিশ্ববিদ্যালয় ও সিভিল লাইন্স ও বিধানসভা মেট্রো স্টেশন বন্ধ রাখা হল।


শনিবার থেকে প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পর্যাপ্ত বাহিনী মােতায়েন করা হয়েছে, কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে পর্যাপ্ত বাহিনী রাখার কথা বলা হয়েছে।