নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৩ মার্চ— সভা চলাকালীন ডেবরার পাটনা বাজারে বসে গেল পথসভার মঞ্চ৷ মঞ্চে তখন বক্তব্য রাখছেন দেব৷ শনিবার সকালে ডেবরার ভবানীপুর অঞ্চলে কালী ও হনুমান মন্দিরে প্রণাম করে এলাকার লোকেদের সঙ্গে জনসংযোগ করেন দেব. তারপরে পাটনাবাজারে পথসভার মঞ্চে উঠতেই এই বিপত্তি৷ নিজের বক্তব্যে দেব বলেন, পাঁচ বছর আগে ট্যাবাগেড়িয়া ব্রিজ করার কথা বলেছিলাম৷ আমি বলেছিলাম ব্রিজ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব৷ আমি রাজনীতি ছেড়েও দিয়েছিলাম৷ কিন্ত্ত দলের কাছে দু’তিনটে শর্ত দিয়ে আমি আবার প্রার্থী হয়েছি৷ একটা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ, অন্যটি ট্যাবাগেড়িয়া ব্রিজ নির্মাণ৷
দিদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেসপন্স করেছেন৷ দিদি যেদিন ঘাটালে মিটিং করবেন সেদিন এই ট্যাবাগেড়িয়া ব্রিজের কথাও থাকবে৷ আমার কাছে রাজনীতি মানে মানুষের ভালো করা৷ সেই কাজ না পারলে সরে যাওয়াই ভালো৷ এরপরে দেব ডেবরার ভরতপুর অঞ্চলে মিছিল করেন৷ ভরতপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন৷