• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মাদক মামলায় নাম জড়ানো বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে দলের নেতারা

নিজস্ব সংবাদদাতা, বারাসত: বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ বাড়ছে দলের অন্দরে। এর আগে দলের নির্বাচনী কার্যালয় এবং জেলা পার্টি অফিসে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়। তাঁর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে গেল বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে শ্যামল দাস নামে এক বিজেপি নেতা অভিযোগ করেন, যাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বারাসত: বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ বাড়ছে দলের অন্দরে। এর আগে দলের নির্বাচনী কার্যালয় এবং জেলা পার্টি অফিসে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়। তাঁর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে গেল বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে শ্যামল দাস নামে এক বিজেপি নেতা অভিযোগ করেন, যাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে, তাঁর হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব কিভাবে? ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, সেই স্বপন মজুমদার মহাশয় একজন ড্রাগ মাফিয়া। এরকম একজন প্রার্থীর হয়ে কীভাবে আমরা ভোটপ্রচারে যাব?’’ যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।

এই বিজেপি নেতা ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও প্রার্থী হিসাবে নাম ঘোষণা করতেই স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতারাই। অভিযোগের সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়ে কমিশনে চিঠি দিলেন অশোকনগর বিজেপির কো-ইনচার্জ সুভাষচন্দ্র রায় ও অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস। চিঠিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের অনুরোধও জানানো হয়েছে।

যদিও এই বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলেন, ভোটের আগে দিশাহারা হয়ে গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সেজন্য এইসব অভিযোগ করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমি এখনও মনোনয়ন জমা দিইনি। এমনকি হলফ নামাও জমা দেওয়া হয়নি। তাহলে কিসের অভিযোগ জানিয়ে কমিশনে চিঠি? এর পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন,‘‘তৃণমূলের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গিয়েছে। রাজ্যের শাসকদলই এসব নোংরামি করছে। যদিও এতে কিছু লাভ হবে না। বিজেপির সঙ্গে মানুষ রয়েছেন। বারাসাত লোকসভার বাসিন্দারা বিজেপিকে ক্ষমতায় আনতে চান।’’

উল্লেখ্য, ২০১৭ সালে মাদক আইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে একটি মামলা হয়। ট্রেন সফরের সময় অসমে তাঁর কাছ থেকে মাদক উদ্ধার হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সেই মামলা বেশিদূর এগোয়নি বলে সূত্রের খবর। এদিকে বারাসত লোকসভা কেন্দ্রের গতবারের বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথও বর্তমান প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করেন। তিনি স্বপন মজুমদার প্রসঙ্গে বলেন, ‘‘এঁর প্রোফাইল আমি দেখলাম। একটা কেস রয়েছে ওঁর নামে। আমি এই রকম একটা লোকের সঙ্গে যুক্ত হয়ে তাঁর হয়ে লোকের কাছে যদি ভোট চাই, ওখানকার লোক তো আমায় জুতো মারবেন।’’