নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ স্মৃতিটুকুও আর রইল না৷ ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমে এবার পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়টি ভেঙে দিল প্রশাসন৷ বেহালার ম্যান্টনে ফুটপাত দখল করে এই বিধায়ক কার্যালয় তথা পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল৷ বহুদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল, রাস্তা দখল করে পার্টি অফিসটি তৈরি করা হয়েছে৷ এতদিন পুলিশ প্রশাসন এবিষয়ে নজর না দিলেও রাস্তা দখল নিয়ে মমতার ভর্ৎসনার মুখে পড়ে নড়েচড়ে বসেন তাঁরা৷ এরপরই ভাঙা পড়ে অফিসটি৷
জানা গিয়েছে, ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই অফিসে নিয়মিত আসতেন পার্থ চট্টোপাধ্যায়৷ গ্রেপ্তার হওয়ার পর থেকে বেহালা পশ্চিমের এই বিধায়ক কার্যালয়টি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হতে শুরু করে৷
বেহালার সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, ‘চাপে পড়ে প্রশাসন এই অফিসটা ভাঙতে বাধ্য হয়েছে৷’ অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন৷ এই জন্যই মমতা গোটা দেশে ব্যতিক্রম৷ এখানে প্রশাসনিক কাজে দল দেখা হয় না৷ তৃণমূল কোনও অন্যায়কে সমর্থন করে না৷’