• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘আপনার পাশে বসাও পাপ’, রাজ্যপালকে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি— রাজভবনে যেতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী রাজ্যপাল ডাকলেও যাবেন না! শনিবার পূর্ব বর্ধমান জেলার সপ্তগ্রামের নির্বাচনী সভা থেকে একথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কু প্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী৷ পুলিশে অভিযোগও দায়ের হয়েছে৷ ওই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাবারে আমাকে আর রাজভবনে

নিজস্ব প্রতিনিধি— রাজভবনে যেতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী রাজ্যপাল ডাকলেও যাবেন না! শনিবার পূর্ব বর্ধমান জেলার সপ্তগ্রামের নির্বাচনী সভা থেকে একথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কু প্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী৷ পুলিশে অভিযোগও দায়ের হয়েছে৷ ওই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাবারে আমাকে আর রাজভবনে ডাকলে যাচ্ছি না, রাজভবনের দরকার হলে রাস্তায় বসে কথা বলে আসব!” এরপরই বোসের নাম উল্লেখ না করে মমতা বলেন, “আপনার পাশে বসাও পাপ!”প্রশ্ন তুলেছেন, “আপনাকে কে অধিকার দিয়েছে মেয়েদের অত্যাচার করার?” মুখ্যমন্ত্রীর কথায়, “মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ বলুন৷ আমি তো জানিই না কিছু৷ অথচ আপনি বলছেন, দিদিগিরি চলবে না৷ আপনার তো পদত্যাগ করা উচিত৷ ” জনসভায় উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কালকে নাকি প্রেসকে ডেকেছিল৷ এডিট করে ভিডিও দেখিয়েছে৷ পুরোটা দেখিয়েছে? আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়৷ “মুখ্যমন্ত্রী এও বলেন, ” যেটা এডিট করেছে সেটাও আমার কাছে আছে৷ এখনও তো সব বের হয়নি৷ আর একটা ভিডিও পেলাম৷ যা কীর্তকলাপ! ভাবতেও লজ্জা লাগে!”নিজের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ উডি়য়ে রাজভবনে সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখানোর ব্যবস্থা করেছেন রাজ্যপাল বোস৷ তারপরই গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন তুলেছিলেন, “সাহস থাকলে চেম্বারের ফুটেজ দেখান৷ বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে?”সাংবিধানিক সুরক্ষার অছিলায় রাজ্যপালের নারী নির্যাতন বাংলা বরদাস্ত করবে না বলেও জানিয়েছিলেন অভিষেক৷ এবার মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে মুখ খুললেন৷ বার্তা দিলেন, এমন রাজ্যপালের সংস্পর্শ এডি়য়ে চলা উচিত!