• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবারে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে কাঁদা বন্ধ হোক: বললেন বরুন

নিজস্ব প্রতিনিধি– ইডেনে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স৷ সেই ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী৷ ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি৷ দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখার নেপথ্যে বড় ভূমিকা নেন বরুণ৷ আর সেই ম্যাচ জিতেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বোলারদের কান্না বন্ধ করতে বললেন তিনি৷ ম্যাচ শেষে বরুণ বলেন, “আইপিএল

নিজস্ব প্রতিনিধি– ইডেনে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স৷ সেই ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী৷ ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি৷ দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখার নেপথ্যে বড় ভূমিকা নেন বরুণ৷ আর সেই ম্যাচ জিতেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বোলারদের কান্না বন্ধ করতে বললেন তিনি৷

ম্যাচ শেষে বরুণ বলেন, “আইপিএল বাকি ক্রিকেটের থেকে আলাদা৷ এটা মেনে নিতে হবে৷ গত মরসুমেও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ছিল৷ এ বারে সেই নিয়মকে বেশি ভাল কাজে লাগাচ্ছে দলগুলো৷ ব্যাটারেরা শুরু থেকে মারছে৷ তা নিয়ে বোলারদের কান্নার কিছু নেই৷ এটার সঙ্গে মানিয়ে নিতে হবে৷” কিছু দিন আগে রোহিত শর্মা, মহম্মদ সিরাজেরা ইমপ্যাক্ট প্লেয়ারের বিপক্ষে বলেছিলেন৷
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান তুলেও হারতে হয়েছিল কলকাতাকে৷ সেই ম্যাচে কেকেআরের বোলারদের সমালোচনা হয়৷ দিল্লির বিরুদ্ধে তারাই ম্যাচ জেতান৷ বরুণ বলেন, “দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেক সহজ হয়ে যাচ্ছে৷ প্রথম ইনিংসে বোলারেরা সাহায্য পাচ্ছে৷ বল ঘুরছিল৷ অন্য ম্যাচে এতটা সাহায্য পাওয়া যায় না৷”

কলকাতার গরমে বল করার কঠিন হচ্ছে বলেও জানালেন বরুণ৷ তিনি বলেন, “এখানে এত আর্দ্রতা যে হাত ঘেমে যাচ্ছে৷ গত কয়েক বছরে এমনটা দেখিনি৷ তবে সেটাকে অজুহাত হিসাবে
দেখাতে চাই না৷”