• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এখন আমার কিছু বলার সময় নয়, শুধু করার সময়: দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ‘এখন আমার কিছু বলার সময় নয়, শুধু করার সময়।’ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে সিদ্ধেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে রথ পরিদর্শন করেন। এরপর সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়ে ঠিক একথাই জানালেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে তার এই বক্তব্যে দলের অন্তরে কি ক্ষোভ রয়েছে দিলীপ ঘোষের,

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ‘এখন আমার কিছু বলার সময় নয়, শুধু করার সময়।’ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে সিদ্ধেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে রথ পরিদর্শন করেন। এরপর সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়ে ঠিক একথাই জানালেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে তার এই বক্তব্যে দলের অন্তরে কি ক্ষোভ রয়েছে দিলীপ ঘোষের, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রবিবার মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সাথে চন্দ্রকোনা রোডে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রবিবার যথেষ্ট খোশ মেজাজে ছিলেন। তিনি চন্দ্রকোনা রোডের সিদ্ধেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে শিব মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপনের পাশাপাশি স্থানীয় একটি রথ পরিদর্শন করেন। এছাড়াও তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।