এক্সিট নয়, মোদি মিডিয়া পোল

রাহুলের কটাক্ষ

দিল্লি, ২ জুন – লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা ফু্যৎকারে উড়িয়ে দিল কংগ্রেস৷ এক্সিট পোলকে সরাসরি আক্রমণ করে রবিবার রাহুল গান্ধি বলেন, ‘এর নাম এক্সিট পোল নয়, এর নাম মোদি মিডিয়া পোল৷’ তিনি বলেন, যে বুথ ফেরায় সমীক্ষা বিভিন্ন সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে তা কাল্পনিক৷ শুধু তাই নয়, কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারাও নিজেদের মতো করে নিজেদের রাজ্যের পরিসংখ্যান তুলে ধরে বুথ ফেরত সমীক্ষা খারিজ করছেন৷

দেশের সংবাদমাধ্যমগুলির এক্সিট পোল প্রকাশ হওয়ার পরদিন অর্থাৎ রবিবারই এই বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব৷ সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন৷ এদিন কংগ্রেস সদর দপ্তরে রাহুলকে বুথফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে জবাব দেন, ‘এটি মোদিজির ফ্যান্টাসি পোল৷ আপনি কী শুনেছেন সিধু মুসেওয়ালার গান ? সিধু মুসেওয়ালার একটা গান আছে ২৯৫৷ আমরা ২৯৫ আসন পাব৷”


একথা বলেই চলে যান রাহুল গান্ধি৷ এর বেশি তিনি কিছু বলেননি৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তবে কি এবার ইন্ডিয়া জোট ২৯৫টি আসন পাবে? রাহুল এদিন কী সেই ইঙ্গিত দিলেন? সব মিলিয়ে এক্সিট পোলের ফলাফলকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে৷ রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা তাকিয়ে আছে ইন্ডিয়া জোট কত পেতে পারে সেই দিকে৷ এদিকে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিকরা দাবি করছে যে তারাই সরকার তৈরি করবে৷

এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, আমরা আমাদের রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, পর্যবেক্ষক এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি৷ তারা সবাই আত্মবিশ্বাসী৷ এই এক্সিট পোল ভুয়ো৷ ইন্ডিয়া জোট ২৯৫টি আসন পাবে এবং কেন্দ্রে সরকার গঠন করবে৷

জয়রাম রমেশ বলেন, ‘এই বুথফেরত সমীক্ষাগুলির ফলাফল মিথ্যা৷ ইন্ডিয়া জোট ২৯৫টির বেশি আসন পাবে৷ এইসব বুথফেরত সমীক্ষাগুলি ভুয়ো৷ কারণ প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনস্তাত্বিক খেলা খেলছেন৷ বিরোধী দল, নির্বাচন কমিশন, কাউন্টিং এজেন্ট, রিটার্নিং অফিসারদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন৷ এমন পরিস্থিতি তৈরি করছেন যেন মনে হয় ফের ওঁরাই ক্ষমতায় ফিরছেন৷ কিন্ত্ত বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন৷’

কংগ্রেসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে৷ সেখানে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি তথা শীর্ষ নেতারা নিজেদের রাজ্যের পরিস্থিতি এবং দলের আভ্যন্তরীণ সমীক্ষা তুলে ধরেছেন৷ কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার দাবি করেছেন, সেখানে কংগ্রেস দুই-তৃতীয়াংশ আসন পাবে৷ রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা দাবি করেছেন, মরুরাজ্যে কংগ্রেস ১১-১২ আসনে জিতবেই৷ মোট ২৫ আসনের মধ্যে বিজেপির থেকে বেশি আসন পাওয়ার দাবি করেছেন তিনি৷ তেমনি মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি নানা পাটোলে দাবি করেছেন, সেরাজ্যে ইন্ডিয়া জোট ৩৮-৪০ আসন জিতবে৷

অন্যদিকে মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি পূর্ণ আস্থার সঙ্গে জানাচ্ছি যে ভারতবাসী এনডিএ সরকারকে ক্ষমতায় আনতে ভোট দিয়েছেন, এনডিএ রেকর্ড ভোট পাবে৷ তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছেন৷ কীভাবে গরীব, প্রান্তিক ও অসহায় মানুষদের জীবনে বদল ঘটাতে আমরা কাজ করেছি তা তাঁরা দেখেছেন৷ ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে গডে় তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে৷