উত্তর কলকাতাকে দুয়োরানি করে রেখেছে : তাপস রায়

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগে উত্তর কলকাতার প্রতি বঞ্চনা নিয়ে বড় অভিযোগ করলেন তাপস রায়৷ তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় উত্তর কলকাতাকে দুয়োরানি করে রাখা হয়েছে৷ দক্ষিণ কলকাতা যা পেয়েছে, উত্তর কখনও তা পায়নি৷

তাপস রায় একদা ছাত্র পরিষদের সভাপতি ছিলেন৷ বিদ্যাসাগর, বড় বাজার এবং বরানগর থেকে বিধায়ক হয়েছেন৷ কিন্ত্ত তাঁর তুলনায় অনেক নবীন হলেও রাজ্য মন্ত্রিসভায় অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিমরা যে গুরুত্ব পেয়েছেন তা তাপস রায় কখনও পাননি৷ তাপস রায়কে প্রশ্ন করা হয়, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার সম্পর্কের কি কোনও ঘাটতি ছিল? থাকলে তার কারণ কী? এর জবাবে তাপস বলেন, ‘আমি উত্তর কলকাতার বলে, দক্ষিণ কলকাতার হলে আমার সঙ্গে এরকম হত না৷’ আরও বলেন, ‘আমি যখন ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, তখন বর্তমান তৃণমূলের অনেকেই আমার নেতৃত্বে সংগঠন করেছেন৷ আমার নেতৃত্বে সংগঠন করা অন্তত ২৮ জন রয়েছেন বর্তমান মন্ত্রিসভায়৷’

প্রশ্ন হল, তাঁরা মন্ত্রী হয়েছেন, অথচ তাঁদের নেতা কোনও দফতরের মন্ত্রী হননি৷ গত মেয়াদে কিছু দিনের জন্য প্রতিমন্ত্রী হয়েছিলেন মাত্র৷ তাপস রায় বলেন, ‘আমি উত্তর কলকাতার বলেই কিছু হল না৷ সাধন পান্ডে মারা যাওয়ার পরেও উত্তর থেকে কাউকে মন্ত্রী করা হয়নি৷ এক মাত্র শশী পাঁজা রয়েছেন৷ আর দক্ষিণ কলকাতা থেকে চার জন পাঁচ জন মন্ত্রী৷ উত্তর কলকাতা কোনওদিনও মেয়র পেল না, পুরসভার চেয়ারম্যান পেল না৷ এটা উত্তর কলকাতার সবাই জানেন৷ সবাই বলেন৷ তৃণমূলের মধ্যেও এ নিয়ে আলোচনা রয়েছে৷’


উত্তর কলকাতা কি তাহলে দুয়োরানি? তাপস রায় বলেন, ‘হ্যাঁ উত্তর কলকাতাকে সেভাবেই তো দেখে ওরা৷’ তাপসবাবু এও ইঙ্গিত দেন, উত্তর কলকাতায় তৃণমূলের অনেকেই আগামী দিনে দল ছাড়তে পারেন বলে তিনি মনে করছেন৷ কারণ তাঁর মতে, ‘সবাই তো আর মেরুদণ্ড বিক্রি করে দেয়নি৷’