নিজস্ব প্রতিনিধি– মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপাতত ‘স্বস্তি’ পেল রাজ্য সরকার৷ সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত তদন্তে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না৷ জানিয়ে দিল শীর্ষ আদালত৷ যদিও আদালত জানিয়েছে, ‘সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে’৷ আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে৷ এদিন এই মামলার শুনানি পর্বে চাকরিহারাদের আইনজীবী জানাচ্ছেন, ‘সুপ্রিম কোর্ট জানিয়েছে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা’৷
প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের রায়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল৷ হাইকোর্টের নির্দেশ ছিল, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিন সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শুরু হতে প্রথমেই সওয়াল শুরু করে রাজ্য৷ হাইকোর্টের নির্দেশে সুপার নিউমেরিক পোস্টের উপর সিবিআই তদন্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে সওয়াল করে রাজ্য৷ রাজ্যের তরফে যুক্তি দেখানো হয়, ‘সুপার নিউমেরিক পোস্টের মাধ্যমে অতিরিক্ত শূন্যপদে কোনও নিয়োগ হয়নি’৷ এরফলে সেখানে অযোগ্যদের ঢোকানোর কোনও প্রশ্নই ওঠে না বলে যুক্তি রাজ্যের৷ সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত৷ তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ওই তদন্তে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই৷