১ কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপ, নতুন চাকরিতে পিএফে এক মাসের বেতন দেওয়ার ঘোষণা নির্মলার

দিল্লি, ২৩ জুলাই: মোদি যতই বেকারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে বারবার জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন যে, দেশে চাকরির হাল খুব ভালো৷ তরুণ সমাজের জন্য চাকরির দরজা হাট করে খোলা৷ কিন্তু মোদি সরকারের সেই দাবিতে জল ঢেলে পরিসংখ্যান বলছে, গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম দেশে বেকারত্বের হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে৷ এরই মাঝে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর এনডিএ সরকারের বাজেট পেশ৷ স্বভাবতই মানুষ অধির আগ্রহে তাকিয়ে ছিল চাকরির ঘোষণা কৌতূহল ছিল সব মহলে৷

মঙ্গলবার বাজেট পেশ করার সময় চাকরি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা দেশের বেকারত্বের সেই চাপই মেটানোর চেষ্টা করতে দেখা গেল৷ মঙ্গলবার এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুই লক্ষ কেটি টাকা বরাদ্দ সহ পাঁচটি প্রকল্পের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন৷ এদিন তিনি জানালেন, বছরে ১ কোটি তরুণ-তরুণী দেশের ৫০০টি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন৷ ইন্টার্ন করার সময় প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হবে তাঁদের৷ এছাড়াও সরকার এককালীন ৬ হাজার টাকা সহায়তা দেবে৷ পুরো বিষয়টি কার্যকর করতে সরকার নয়া প্রকল্প চালু করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

এখানেই শেষ নয়, বাজটে নির্মলার আরও ঘোষণা, কোনও সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করলে সেই কোম্পানিকে ইপিএফে যে টাকা দিতে হয়, তার একাংশ ফিরিয়ে দেওয়া হবে৷ দু’বছরের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে৷ এক্ষেত্রেও নতুন কর্মীদের ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে৷ অন্যদিকে, উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের ইপিএফও-র টাকা প্রথম চার বছরের জন্য সরকারই দেবে৷


অন্যদিকে, যাঁরা প্রথমবার চাকরিতে ঢুকছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এবারের বাজেটে মধ্যবিত্ত এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেবে সরকার, মঙ্গলবার বাজেট পেশের শুরুতেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী৷

অর্থমন্ত্রী জানিয়েছেন, যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে৷ তিনটি কিস্তিতে এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার৷ প্রথমবার ইপিএফও-তে নাম নথিভুক্ত হলেই, তিন বারের কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে৷ বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে৷ এতে দেশের ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে দাবি নির্মলার৷

ইন্টার্নশিপ নিয়ে নির্মলা এদিন জানিয়েছেন, ইন্টার্নদের দেওয়া ৫ হাজারের মধ্যে ১০ শতাংশ টাকা কোম্পানিগুলিকেই দিতে হবে৷ তাদের সিএসআর ফান্ড থেকে এই টাকার বন্দোবস্ত করতে হবে কোম্পানিগুলিকে৷ তা ছাড়া ট্রেনিংয়ের ব্যবস্থাও তাদেরই করতে হবে৷ বাকি খরচ বহন করবে সরকার৷ তবে সেই লক্ষ্য পূরণে যে চাকরির যে ঘোষণা করা হল তা অর্থনীতিবিদের কাছে চাকরি না দিতে পারার বদলে ভর্তুকি বলেই মনে করা হচ্ছে৷ ইন্টার্নশিপের পর সেই সমস্ত তরুণ-তরুণীদের কি হবে তা পরিষ্কার করেন নি নির্মলা৷

এই প্রসঙ্গেই বিরোধীরা টেনে আনছেন ২০১৪ সালের মোদি সরকারের দেওয়া ভোট প্রতিশ্রুতির কথা৷ ওই ভোটে বছরে ২ কোটি করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি৷ সেই নিরিখে গত ১০ বছরে ২০ কোটি বেকার ছেলেময়ের চাকরি হওয়া উচিত ছিল৷ সেখানে বছরে ১ কোটি ইন্টার্নকে পাঁচ হাজার টাকার মাইনের কাজ দেওয়া নিয়ে কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন, ” ৯০০ ইঁদুর খেয়ে বিড়ালের হজযাত্রা আর কী! ৫০ বছরে বেকারত্ব সর্বোচ্চে পৌঁছেছে৷ টাকার দাম সর্বনিম্নে এসে ঠেকেছে৷ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি৷ সেখানে ৫ হাজার টাকার মাইনেতে কী হবে?”

নির্মলার এই ঘোষণার পরই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “আমি খুশি যে কংগ্রেসের ইস্তাহারে ঘোষণা করা প্রকল্প সরকার গ্রহণ করেছে৷ লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারের ৩০ নম্বর পৃষ্ঠায় কর্মসংস্থানের সুযোগ বা়ড়ানোর জন্য ইন্টার্নশিপের কথা বলা হয়েছে৷”
পর্যবেক্ষকদের মতে, প্রকল্পের মূল দর্শন হল, ৫ হাজার টাকার বেতনে ইন্টার্ন করতে করতে অনেকেই নিজেকে সংশ্লিষ্ট কোম্পানিতে কাজের উপযোগী করে তুলতে পারবেন৷ সে ক্ষেত্রে দেশজুডে় বাড়তে থাকা বেকারত্বর সমস্যা অনেকখানি লাঘব হতে পারে৷