নবাগত মধুপর্ণাকে রাজনৈতিক ‘হাতেখড়ি’ রথীন, নারায়ণের
নিজস্ব প্রতিনিধি : একটা সময়ে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বাগদা বিধানসভা কেন্দ্রে। ২০১৬ সাল থেকে বাগদা বিধানসভায় ফুটতে পারেনি ঘাসফুল। বরং সংশ্লিষ্ট বনগাঁ লোকসভা কেন্দ্রটিও তৃণমূলের হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে এবার উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া ঘাসফুল শিবির। আগামী ১০ জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলার সঙ্গে বাগদা বিধানসভাতে হবে উপনির্বাচন। বাগদার এক ছটাক জমিও