• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডায়মন্ড হারবারে লড়ছেন না নওশাদ

নিজস্ব প্রতিনিধি— দল চাইলে ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন নওশাদ সিদ্দিকি৷ কিন্ত্ত শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন নওশাদ৷ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঝুঁকি নিলেন না আইএসএফের এই শীর্ষ নেতা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আইএসএফের তরফে৷ সেখানে দেখা যায় ডায়মন্ড হারবারে আইএসএফের

নিজস্ব প্রতিনিধি— দল চাইলে ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন নওশাদ সিদ্দিকি৷ কিন্ত্ত শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন নওশাদ৷ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঝুঁকি নিলেন না আইএসএফের এই শীর্ষ নেতা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আইএসএফের তরফে৷ সেখানে দেখা যায় ডায়মন্ড হারবারে আইএসএফের প্রার্থী হচ্ছেন মজনু লস্কর৷ আইনজীবী নূর আলম খান প্রতিদ্বন্দ্বিতা করবেন য.াদবপুর কেন্দ্র থেকে৷ ইতিমধ্যে যাদবপুর কেন্দ্রের জন্য সিপিএম সৃজন ভট্টাচার্যকে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র দিয়েছে৷ স্বাভাবিকভাবে তাহলে কি সিপিএমের সঙ্গে এই কেন্দ্রে জোট হচ্ছে না আইএসএফের? বালুরঘাটে প্রার্থী হচ্ছেন অধ্যাপক ডা. মোজাম্মেল হক৷ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম৷ বারাকপুরে আইএসএফ টিকিট দিল আইনজীবী জামির হোসেনকে৷ বসিরহাটে আইএসএফের নতুন প্রার্থী হচ্ছেন আখতার আলি বিশ্বাস৷ এছাড়া ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহম্মদ মুর্শিদুল আলম৷