• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ঠান্ডা মাথায় জয় ছিনিয়ে নিলেন নৈহাটির ‘গুড বয়’ পার্থ

ব্যারাকপুরে লক্ষ্যভেদ হল না অর্জুনের অভিষেক আচার্য, ব্যারাকপুর, ৪ জুন— দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বাজিমাত করলেন পার্থ ভৌমিক৷ বিজেপির হেভিওয়েট প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে বারাকপুর আসনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক৷ যদিও শুরুতেই উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রে৷ তখন সদ্য ভোট গণনা কেন্দ্রে লোকে আসতে শুরু করেছে৷ বারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তখন তৃণমূল-বিজেপির

ব্যারাকপুরে লক্ষ্যভেদ হল না অর্জুনের

অভিষেক আচার্য, ব্যারাকপুর, ৪ জুন— দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বাজিমাত করলেন পার্থ ভৌমিক৷ বিজেপির হেভিওয়েট প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে বারাকপুর আসনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক৷ যদিও শুরুতেই উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রে৷

তখন সদ্য ভোট গণনা কেন্দ্রে লোকে আসতে শুরু করেছে৷ বারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তখন তৃণমূল-বিজেপির একদফা ধস্তাধস্তি হয়ে গিয়েছে৷ স্লোগান, পাল্টা স্লোগানে ভোট গণনার আগেই তপ্ত হয়ে ওঠে বারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজের বাইরের চত্বর৷

গণনা কেন্দ্রে চিত্রটা ছিল ঠিক এরকম৷ অর্জুন সিং-এর চেয়ে খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন তাঁরই বিরোধী দুই বিধায়ক সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী৷ তারপরেই গণনা কেন্দ্রে ঢোকেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক৷ প্রসঙ্গত দুজনেই সাদা জামা পরেছেন৷ কেউই হিংসার পক্ষপাতি নয়! কিন্ত্ত বেলা গড়াতেই বাহুবলী অর্জুনের মুখ থেকে উধাও হাসি, ভোট গণনায় এগিয়ে গিয়েছেন নৈহাটির গুড বয় ‘পার্থ’!
যদিও এই ফলাফল নিয়ে খুব বেশী কিছু বলতে চাননি অর্জুন সিং৷ উপরন্ত্ত তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একজন তৃণমূল কর্মীর গায়ে হাত তুলেছেন৷ জল খেতে খেতে শুকনো মুখে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন৷

প্রসঙ্গত, ২০১৯ সালে বারাকপুর থেকে কয়েক হাজার ভোটে জিতেছিলেন অর্জুন সিং৷ হারিয়েছিলেন ঘাসফুলের দীনেশ ত্রিবেদীকে৷ তবে তিনি ফের দলে ফিরেছিলেন৷ কিন্ত্ত টিকিট না পেয়ে আবার ফিরেছিলেন বিজেপিতে৷ তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে গুড বয় পার্থকে৷ টানটান উত্তেজনার মুখে ভোট হয়েছে বারাকপুরে৷ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন কোনও খবর নেই৷ সেই বারাকপুরে শেষ হাসি হাসলেন পার্থ ভৌমিক৷

প্রথমে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে গিয়েছিলেন অর্জুন সিং৷ পরে লিড নেন পার্থ ভৌমিক৷ সেই ব্যবধান ক্রমশ বেডে়ছে, কমেনি৷ গণনা শেষ হওয়ার আগেই হাল ছেডে় দিয়ে কার্যত হার স্বীকার করে নেন অর্জুন সিং৷ সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হারলেও তিনি ময়দান ছেডে় পালাবেন না৷

এদিকে পার্থ ভৌমিক একেবারে কুল কুল মেজাজেই অর্জুনের হুঁশিয়ারির জবাব দিয়েছেন৷ তিনি উল্টে শুভেন্দু অধিকারীকে তাঁর জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে প্রার্থী না করলে তিনি জিততে পারতেন না৷ পার্থ ভৌমিক বিজেপিকে নিশানা করে বলেছেন, ভূমি পুত্রদের মর্যাদা দেয়না বিজেপি সেকারণেই বাংলায় এই ফল হয়েছে গেরুয়া শিবিরের৷

হাইভোল্টেজ বারাকপুর কেন্দ্রে যুযুধান দুই প্রতিপক্ষের সমানে সমানে লড়াই ছিল৷ তৃণমূল থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে ভোটের মুখে ফের বিজেপিতে পা রাখেন অর্জুন সিং৷ এবার অর্জুনের সঙ্গে টক্কর দিয়েছেন এককালে তাঁরই সতীর্থ পার্থ ভৌমিক৷ কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়তে নারাজ ছিলেন৷ মঙ্গলবার সকাল ৮ থেকে গণনা শুরু হয়৷ প্রথম থেকেই বিজেপির অর্জুন সিংহকে জোর টক্কর দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক৷ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলেন পার্থ৷ জয়ের পর পার্থ ভৌমিক বলেন, বারাকপুরের মানুষ গুন্ডামি পছন্দ করে না৷ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা আছে৷