বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ মঙ্গলবার বিকেলে সাংসদ সৌমিত্র খাঁ’র মন্তব্য নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু রাত হতে না হতেই সৌমিত্র খাঁ’কে ডেকে পাঠাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। যদিও আলিপুরে বিজেপি সাংসদ জন বার্লাকে কিন্তু তলব করা হয়নি।
ফলে কেন এই দুই সংসদের জন্য দু’রকম কৌশল, তা নিয়েই আলােচনা শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। ঘটনা প্রবাহ যেভাবে এগােচ্ছে, তাতে রাজনৈতিক শিবির মনে করছে, সৌমিত্রর উপর কোপ নেমে আসতে পারে এবং তাকে ভৎসনাও করা হতে পারে।
মঙ্গলবার সকালে রাজ্য বিজেপির মিডিয়া সেলের একটা বৈঠক হয়। সেই বৈঠকে দিলীপ ঘােষ নিজে উপস্থিত ছিলেন। যারা এই বৈঠকে উপস্থিত ছিলেন, তাদের প্রায় সকলেই সৌমিত্রের বিরুদ্ধে এই বৈঠকে কার্যত বিদ্রোহ ঘােষণা করেন।