• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কাজু বাদাম নিয়ে বিবাদের জেরে খুন, গ্রেফতার ২

গোপেশ মাহাতো, ঝাড়্গ্রাম– কাজু বাদামের ওজন নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করল দুই ব্যক্তিকে। অভিযুক্ত ধৃতদের নাম সুজয় মল্লিক ও মনসা নায়েক। এদের বাড়ি ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায়। এদিন বুধবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, কদমকাননে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজু বাগানের লিজ

গোপেশ মাহাতো, ঝাড়্গ্রাম– কাজু বাদামের ওজন নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করল দুই ব্যক্তিকে। অভিযুক্ত ধৃতদের নাম সুজয় মল্লিক ও মনসা নায়েক। এদের বাড়ি ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায়। এদিন বুধবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, কদমকাননে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজু বাগানের লিজ নিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার মাখন খাটুয়া (৬১)। ১৫ মে কাজু বাদামের ওজন নিয়ে মজুরদের সাথে ঝামেলা হয়েছিল। তাঁকে বেধড়ক মারধোর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরেই মৃতার পরিবারের লোকজনেরা ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তের নাম পায়। এবং তাঁদের গ্রেফতার করে।