নিজস্ব প্রতিনিধি: সাংসদ পার্থ ভৌমিক আইএফএ’র গভর্নিং বডির সদস্য হলেন৷ উত্তর ২৪ পরগনার প্রতিনিধি হিসেবে পার্থ ভৌমিক আইএফএ’তে এলেন৷ কিছুদিন আগেই দীর্ঘ চার বছর বন্ধ থাকা উত্তর ২৪ পরগনা ফুটবল লিগকে চালু করার জন্য পার্থ ভৌমিক যেভাবে এগিয়ে এসেছিলেন, তা অবশ্যই জেলার কর্মকর্তাদের কাছে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়৷ তিনি যখন নৈহাটি বিধানসভার বিধায়ক ছিলেন তখন এমএলএ কাপ করে সবার নজর কেড়ে নিয়েছিলেন৷ আইএফএ’র গভর্নিং বডিতে সদস্য হওয়ায় ফুটবলের উন্নয়নে সাংসদ পার্থ ভৌমিক অবশ্যই বড় ভূমিকা নেবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ গত বছর গভর্নিং বডিতে সদস্য ছিলেন রাজ্যসভার সাংসদ ডা. শান্তনু সেন৷ আর এবারে বিভিন্ন ডিভিশনের ক্লাবগুলি থেকে গভর্নিং বডিতে এসেছেন পাঁচজন প্রাক্তন ফুটবলার ও একজন অলিম্পিয়ান অ্যাথলিট৷
প্রিমিয়ার ডিভিশন থেকে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের দীপঙ্কর চক্রবর্তী, মহমেডান স্পোর্টিং থেকে আমিরুদ্দিন ববি, ইউনাইটেড স্পোর্টস থেকে নবাব ভট্টাচার্য, রেলওয়ে এফসি’র অ্যাথলিট সোমা বিশ্বাস এবং পিয়ারলেস থেকে সুভাশিস দে গভর্নিং বডিতে প্রতিনিধিত্ব করছেন৷ এ বাদেও বিএনআরের প্রাক্তন ফুটবলার অরূপ শ্রীমানি, মিলনবীথি থেকে রাজদীপ নন্দী, ক্যালকাটা ফুটবল ক্লাব থেকে জামশেদ নাসিরি, রেঞ্জার্স থেকে নাসির আহমেদ, ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড থেকে কল্লোল ঘোষ, সুভাসদীপ থেকে দেবাশিস গাঙ্গুলি ও মুসলিম ইনস্টিটিউট থেকে জয়িদুল ইসলাম গভর্নিং বডিতে প্রতিনিধিত্ব করছেন৷ আগামী ৩১ আগস্ট মনোনীত সদস্যদের নামের উপরে সিলমোহর পড়বে৷