মা পদত্যাগ করেননি, দাবি করলেন হাসিনা পুত্র জয়, নতুন করে তোলপাড় বাংলাদেশের রাজনীতিতে

নিউ দিল্লি: দেশ ছাড়ার আগে ইস্তফায় শেখ হাসিনা। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। যা নিয়ে বাংলাদেশের রাজনীতি তো বটেই, তোলপাড় আন্তর্জাতিক রাজনৈতিক মহল। সবাই ভাবতে শুরু করেছেন, এ আবার কোন খেলা শুরু হল? আমেরিকায় বসবাসকারী সজীব ওয়াজেদ জয় এর আগে দাবি করেছিলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরলেই দেশে ফিরবেন হাসিনা। নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেই তিনি দেশের মাটিতে পা রাখবেন। এবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমার মা আনুষ্ঠানিকভাবে কখনও ইস্তফাই দেননি। সেই সময়টুকুই পাননি। তিনি ভেবেছিলেন, প্রথমে বিবৃতি দেবেন, তারপর পদত্যাগ করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে এগতে শুরু করেন বিক্ষোভকারীরা। হাতে বিন্দুমাত্র সময় ছিল না। জিনিসপত্র গোছানোর সময় পর্যন্ত পাননি মা। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

শনিবার সজীব ওয়াজেদ বলেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদে ‘আনুষ্ঠানিকভাবে ইস্তফা’ই দেননি শেখ হাসিনা। সেই সময়টুকুও তিনি পাননি। এবার এই দাবি করলেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর বক্তব্য, হাসিনা সরকারিভাবে পদত্যাগ না করায় ‘সাংবিধানিকভাবে’ তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও যেভাবে তদারকি সরকার গড়া হয়েছে, তাকে ‘আদালতে চ্যালেঞ্জ’ করাই যায়। ঘটনাচক্রে, জয়ের এই দাবি সামনে আসার পর শনিবার বিক্ষোভকারীদের ভিড় আছড়ে পড়ে সুপ্রিম কোর্টে। তাঁদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত চলছে। সেখানে শামিল হয়েছেন প্রধান বিচারপতিও। প্রবল হুমকির মুখে পড়ে হাসিনা-ঘনিষ্ঠ বলে পরিচিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আর এর পরই আরও এক বিস্ফোরক দাবি করেন হাসিনা-পুত্র। তিনি বলেন, ‘সরকারিভাবে মায়ের পদত্যাগের আগেই তদারকি সরকার (মহম্মদ ইউনুসের নেতৃত্বে) গঠন করা হয়েছে। এটিকে আদালতে চ্যালেঞ্জ করাই যায়।’ আওয়ামি লিগের ভবিষ্যৎ নিয়েও আশাপ্রকাশ করেছেন জয়। তাঁর বক্তব্য, ‘আওয়ামি লিগের (নির্বাচনে) ক্ষমতায় ফেরা নিয়ে আমি আত্মবিশ্বাসী। সেটা না হলে আমরাই বিরোধী দল হব। যে ভূমিকাতেই আসি না কেন, সেটাই ভালো।’


অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আওয়ামি লিগ কাজ করবে বলেও ইঙ্গিত হাসিনা-পুত্রের।