• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

অর্জুনকে চিঠি মোদির, প্রতিটি বুথে জেতার বার্তা

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর, ১৫ মে- ভোটের কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি এলো বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে৷ বিজেপি প্রার্থীর প্রশংসা করে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদি৷ চিঠিতে তিনি লিখেছেন, এলাকায় শিল্পের উন্নয়নের ধারাবাহিক চেষ্টা করে চলেছেন৷ তার জন্য অর্জুন সিংয়ের প্রশংসা করেছেন মোদি৷ সেই সঙ্গে নিজের কেন্দ্রের প্রতিটি বুথে যেন বিজেপি জেতে তার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর, ১৫ মে- ভোটের কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি এলো বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে৷ বিজেপি প্রার্থীর প্রশংসা করে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদি৷ চিঠিতে তিনি লিখেছেন, এলাকায় শিল্পের উন্নয়নের ধারাবাহিক চেষ্টা করে চলেছেন৷ তার জন্য অর্জুন সিংয়ের প্রশংসা করেছেন মোদি৷

সেই সঙ্গে নিজের কেন্দ্রের প্রতিটি বুথে যেন বিজেপি জেতে তার চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদি৷ ভোটের ঠিক আগে মোদির এই চিঠি স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ বারবার দলবদলে অর্জুন সিংয়ের প্রতি যাতে কেউ আস্থা না হারান সেই কারণেই মোদির এই চিঠি বলে মনে করা হচ্ছে৷

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং৷ এর আগে ২০১৯-র লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রস ছেডে় বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি৷ তারপরে আবার ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ আশা করেছিলেন শাসক দল তাঁকে বারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট দেবে৷ কিন্ত্ত এবার বারাকপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিককে৷

অর্জুনের গডে় পার্থ ভৌমিককে লোকসভা ভোটের টিকিট দেওয়া শাসক দলের পক্ষ থেকে বড় বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এক কথায় অর্জুন সিংয়ের দাপট শেষ করতেই শাসক দলের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷ তারপরেই শাসক দল থেকে সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেন অর্জুন সিং এবং তাঁকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছুঁডে় ফেলে দিয়েছে বলে হুঙ্কার দেন তিনি৷

তারপরেই দিল্লি পাডি় দেন অর্জুন সিং৷ সেখানে গিয়ে বিজেপিতে যোগদান করেন৷ এবং তারপরেই বিজেপি বারাকপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে৷ পার্থ ভৌমিককে ১ লক্ষের বেশি ব্যবধানে হারানোর চ্যালেঞ্জ ছুঁডে় দিয়েছেন অর্জুন সিং৷